‘মিশন বাংলা’ সফল করতে এবার নতুন নীতি নিচ্ছে বিজেপি রাজ্য February 14, 2018 ‘মিশন বাংলা’ শিরোনামে দলীয় অর্ন্তদ্বন্দ দূর করে সংগঠনকে শক্তিশালী করতে শুরু করলো বিজেপি । পশ্চিমবঙ্গে বিজেপি শক্তি বৃদ্ধির পথে দলীয় মতবিরোধ যে বাধা হতে পারে সে বিষয়ে গেরুয়া শিবির যথেষ্ট সচেতন । এবার ‘মিশন বাংলা’ সফল করতে আইনজীবীদের নিশানা করেছে বিজেপি । উদ্দেশ্য মূলতঃ পশ্চিমবঙ্গে ২৮ মার্চের বার কাউন্সিলের নির্বাচন । রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির ল-সেলের তরফে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই নির্বাচনে বেশি সংখ্যক আসনে বিজেপির জয়লাভের উদ্দেশ্যে । রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি ও ল-সেলের চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিজেপির প্রচারে উপস্থিত থাকছেন । তাপসবাবুর কথায় , ‘‘দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সকলকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে৷’’ দলের সংহতি প্রসঙ্গে তিনি আরোও বলেন যে ‘‘মতান্তর থাকতে পারে৷ কিন্তু, মনান্তর চাইছি না৷ যাঁদের মতান্তর রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলা হবে৷শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাঁদের বিরুদ্ধে, এ ক্ষেত্রে দলের কাছে তাঁদের আবেদন জানাতে হবে৷ ওই আবেদনের ভিত্তিতে ফের তাঁদের কাজ করার জন্য সুযোগ দেওয়া হবে৷ কিন্তু, যদি আবার আগের মতো তাঁরা আচরণ করেন, তা হলে তখন তাঁদের বহিষ্কার করা হবে৷’’ আপনার মতামত জানান -