এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘মিশন বাংলা’ সফল করতে এবার নতুন নীতি নিচ্ছে বিজেপি

‘মিশন বাংলা’ সফল করতে এবার নতুন নীতি নিচ্ছে বিজেপি


‘মিশন বাংলা’ শিরোনামে দলীয় অর্ন্তদ্বন্দ দূর করে সংগঠনকে শক্তিশালী করতে শুরু করলো বিজেপি । পশ্চিমবঙ্গে বিজেপি শক্তি বৃদ্ধির পথে দলীয় মতবিরোধ যে বাধা হতে পারে সে বিষয়ে গেরুয়া শিবির যথেষ্ট সচেতন । এবার ‘মিশন বাংলা’ সফল করতে আইনজীবীদের নিশানা করেছে বিজেপি । উদ্দেশ্য মূলতঃ পশ্চিমবঙ্গে ২৮ মার্চের বার কাউন্সিলের নির্বাচন । রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির ল-সেলের তরফে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই নির্বাচনে বেশি সংখ্যক আসনে বিজেপির জয়লাভের উদ্দেশ্যে । রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি ও ল-সেলের চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিজেপির প্রচারে উপস্থিত থাকছেন । তাপসবাবুর কথায় , ‘‘দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সকলকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে৷’’ দলের সংহতি প্রসঙ্গে তিনি আরোও বলেন যে ‘‘মতান্তর থাকতে পারে৷ কিন্তু, মনান্তর চাইছি না৷ যাঁদের মতান্তর রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলা হবে৷শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাঁদের বিরুদ্ধে, এ ক্ষেত্রে দলের কাছে তাঁদের আবেদন জানাতে হবে৷ ওই আবেদনের ভিত্তিতে ফের তাঁদের কাজ করার জন্য সুযোগ দেওয়া হবে৷ কিন্তু, যদি আবার আগের মতো তাঁরা আচরণ করেন, তা হলে তখন তাঁদের বহিষ্কার করা হবে৷’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!