এখন পড়ছেন
হোম > রাজ্য > সব্যসাচী দত্তর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললো তৃণমূল

সব্যসাচী দত্তর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললো তৃণমূল

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত তাঁর কাছ থেকে এক কোটি টাকা চেয়েছে,তিনি ২ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েওছেন,বাকি টাকা না দিতে পারায় তাঁকে হুমকি দিয়েছেন সব্যসাচী এমনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন এদিন মধুসূদন চক্রবর্তী নামের এক ব্যাবসায়ী।এই নিয়ে একটি ভিডিও প্রকাশ্যে আনেন তিনি৷ যদিও সাব্যসাচীবাবু বলেছিলেন যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে দল কিছু বলেনি এবার দল সেই নিয়েই মুখ খুলেছে।পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হল তৃণমূলের তরফেও৷ পুরমন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সরাসরি অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীকে প্রতারক বলে দাবি করলেন। তিনি এদিন বলেন,‘‘মধুসূদন বড় চিটিংবাজ৷’’ত্রিপুরার বিধানসভা ভোটে তৃণমূলের প্রচারে কাজে লাগাবেন বলে ওই টাকা চেয়েছেন সাব্যসাচীবাবু এই দাবি করেছিলেন মধুসূদনবাবু। তাই ফিরহাদ হাকিম এবার এতে বিজেপির হাত আছে বলেও দাবি করেছেন।তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি তৃণমূলকে বিপদে ফেলতেই এই কাজ করছে। আর তার জন্য বিজেপি একজন প্রতারকের সাহায্য নিচ্ছে। তাছাড়া তিনি জানান যে মধুসূদন চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক মামলা চলছে৷ তিনি গ্রেফতারও হয়েছিলেন৷ এখন জামিনে মুক্ত৷ তাই তার অভিযোগকে কোনোভাবেই গুরুত্ত্ব দেওয়ার কিছু নেই। তৃণমূল একে গুরুত্ব দিচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!