এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগে জোর ধাক্কা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিকের

পঞ্চায়েতের আগে জোর ধাক্কা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিকের

পঞ্চায়েতের আগে জোর ধাক্কা বিজেপিতে,দল বদলে তৃণমূলে যোগ দিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। এদিন পঞ্চায়েত ভোটের আগে এক কর্মিসভার আয়োজন করে দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। সেই কর্মিসভায় সিপিএম-বিজেপি ছেড়ে প্রায় ৫০০ কর্মী সমর্থক যোগদান করেন তৃণমূলে।এদিন সাংসদ চৌধুরী মোহন জাটুয়া আইসভায় হাজির ছিলেন। যোগদানকারীদের হাতে তিনিই দলীয় পতাকা তুলে দেন। এ নিয়েচৌধুরী মোহন জাটুয়া বলেন, এই যোগদান আসলে উন্নয়নের যোগদান। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। এই উন্নয়নে কর্মযজ্ঞ সামিল হতেই দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আসছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনেই বিরোধীরা বুঝতে পারবেন, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। তাঁরা এই পঞ্চায়েতেই প্রমাণ দেবেন সিপিএম ও কংগ্রেস অপ্রাঙ্গিক হয়ে পড়েছে এই রাজ্যে। আর এ রাজ্যে বিজেপির কোনও ভিত্তি নেই। মানুষ বিজেপিকে বাংলা ছাড়া করবেন এই ভোটে।প্রসঙ্গত কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলো অনেক তৃণমূল কর্মী এদিন তারই বদলা নিলো তৃণমূল। যদিও এই নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির তরফ থেকে। তবে আর ফলে বিজেপি বড় ধাক্কা খেলো বলেই মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!