রাজ্যের শিক্ষকদের জন্য সুখবর আনলেন মমতা সরকার রাজ্য February 12, 2018 রাজ্যের শিক্ষকদের জন্য সুখবর আনলেন মমতা সরকার। শিক্ষকদের পেনশন পাওয়া নিয়ে নানা জটিলতা ছিল এবার সেই জটিলতা কাটাতে উদ্যোগ নিলো মমতা সরকার আর তাই নবান্নে বসেছিল জরুরি বৈঠক। শিক্ষকদের অনলাইন পেনশন ব্যবস্থা সুষ্ঠুভাবে করতে সতর্ক করা হল দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে। এক বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দু’ সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে বলা হয়েছে। যদি তাতেও কাজ না হয় তবে পুরানো পদ্ধতি অনুসরণ করবে রাজ্য সরকার। পেনশন নিয়ে একাধিক অভিযোগের জেরেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।পেনশন পেতে এবার আর কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন শিক্ষকমহল। আপনার মতামত জানান -