এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলাভাগের ইস্যুতে বিজেপিকে প্রবল কটাক্ষ ও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বাংলাভাগের ইস্যুতে বিজেপিকে প্রবল কটাক্ষ ও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুমাস আগে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা উত্তরবঙ্গকে একটি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি করেছিলেন। তাঁর দাবি ছিল আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করলেই উত্তরবঙ্গের প্রকৃত উন্নতি সম্ভব হবে। তাঁর এই দাবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে। দলের রাজ্য নেতৃত্বও তাঁর এই দাবিকে সমর্থন করেননি।

তবে, কিছুদিন আগে জন বার্লাকে পাশে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, জন বার্লা হলেন একজন জনপ্রতিনিধি। যারা তাঁকে জিতিয়েছেন তাদের কথা শোনার দায়িত্ব রয়েছে তার। তাই তিনি এমন বলেছেন। পার্টির স্ট্যান্ড আছে। পার্টি ভেবে দেখবে বিষয়টি । এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, দেশ স্বাধীন হওয়ার পরও উত্তরবঙ্গের কোন উন্নতি হয়নি। চিকিৎসা, শিক্ষা, চাকরি, স্বাস্থ্যের জন্য অন্যত্র যেতে হয় উত্তরবঙ্গের মানুষকে। কেন ভালো হাসপাতাল নেই? ভালো স্কুল কেন নেই সেখানে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, জঙ্গলমহলেরও একই অবস্থা। শালপাতা, কেন্দু পাতা দিয়ে মা-বোনেরা সেখানে জীবিকা নির্বাহ করেন। কেন তাদের চাকরির জন্য যেতে হচ্ছে বাইরে? তিনি প্রশ্ন করেছেন, দেশের স্বাধীনতা ও উন্নয়নের লাভ পাওয়ার কোনো অধিকার কি তাদের নেই? তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল যদি পৃথক হয়, তবে তার দায় পুরোপুরি মুখ্যমন্ত্রীর। কেন এতদিন এই সব জায়গার উন্নতি করা হয়নি?

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই বক্তব্য শোরগোল ফেলে দেয় রাজনীতি মহলে। অনেকে মনে করেন, তার এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, রাজ্যভাগের দাবির প্রতি সমর্থন রয়েছে রাজ্য বিজেপির। এরপর, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেছেন কলকাতার ফ্লাইওভারের বরাদ্দের চেয়েও কম খরচ করা হয় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য। উত্তরবঙ্গে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। তাই জনগণের বিপক্ষে থাকতে চান না তিনি। গণতন্ত্র জনতাই শেষ কথা। তাই একজন জনপ্রতিনিধি হিসেবে জনতার আবেগকে সম্মান জানানো উচিত।

এবার রাজ্যভাগের ইস্যুতে বিজেপিকে প্রবল কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, যারা দেশ বিক্রি করতে চান, তাঁরা ভাবছেন দেশটার সঙ্গে সঙ্গে বাংলাটাকেও বিক্রি করে দেবেন। কিন্তু তা এত সহজ নয়। খেলা হবে। আর অত সহজে তাঁরা খেলায় হারতে চান না। এটা মাথায় রাখতে হবে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, বিজেপি নেতাদের কথায় দেশ চলবে না। বিজেপির মন্ত্রীদের কথায় বাংলা ভাগ করা যাবে না। সে রামও নেই, সে অযোধ্যাও নেই। অযোধ্যাকে জানতে গেলে আগে ভালো করে রামায়ণ পড়া প্রয়োজন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!