এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার শুভেন্দু অধিকারীকে ব্রাত্য করা শুরু করল তৃণমূল? নতুন পদক্ষেপে ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা

এবার শুভেন্দু অধিকারীকে ব্রাত্য করা শুরু করল তৃণমূল? নতুন পদক্ষেপে ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের সম্পর্ক আর আগের মত নেই। একাধিকবার তিনি দলহীন জনসংযোগ করছেন। গত শনিবার নন্দীগ্রামে রাজনৈতিকভাবে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চে শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ, তথা নিজের রাজনৈতিক উত্থান প্রসঙ্গে, সরাসরি দলের নাম না করেও তিনি পরোক্ষভাবে কটাক্ষ করেছেন দলের কিছু শীর্ষ নেতৃত্বকে। তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে তৃণমূল দলে তাঁর বিরোধী গোষ্ঠী। এবার তাঁকে বাদ দিয়েই বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর বিরোধী শিবির।

প্রসঙ্গত তৃণমূল দলে শুভেন্দু অধিকারী সম্প্রতি কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন। তেমনি বিরোধী শিবির তাঁর বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় অধিকারী পরিবারের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রামনগরের বিধায়ক ও সেইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অখিল গিরি, নন্দীগ্রামের তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা সহ-সভাপতি শেখ সুপিয়ান তাঁর বক্তব্য নিয়ে তীব্র নিন্দা জানালেন। এই পরিস্থিতিতে আগামী ৮ ই নভেম্বর তমলুকের নিমতৌড়িতে শুভেন্দু অধিকারী বিরোধী শিবিরের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি শুভেন্দু অধিকারীকে।

সূত্রে জানা গেছে, তমলুক ব্লক তৃণমূলের ব্যানার নিয়ে, নিমতৌড়ি পানবাজারে অনুষ্ঠিত হবে এই বিজয়া সম্মিলনী। এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধিকারী পরিবারের বিরোধী নেতা অখিল গিরি ও তার অনুগামীরা। নিমতৌড়ি পান বাজারে এই অনুষ্ঠান পালন করার কারণ হিসেবে জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা জানিয়েছেন, ‘‘ আমরা তৃণমূলের জন্মলগ্ন থেকে দল করছি। জেলায় তৃণমূলের প্রথম প্রকাশ্য সভা হয়েছিল নিমতৌড়ি পানবাজারে। সেখানেই এবার তৃণমূলের ব্যানারে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছি। অনুষ্ঠানে জেলার-বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে শুভেন্দুবাবুকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। ’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে মনে করছেন নিমতৌড়ি পান বাজারকে এই অনুষ্ঠান পালনের জন্য বেছে নেওয়ায় তৃণমূল দলে আদি নবীন বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। আবার শুভেন্দু অধিকারীর বিরোধী অখিল গিরির শিবিরের সঙ্গে হাত মেলালেন সোমনাথ বেরা। যিনি একসময় শুভেন্দু বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। অনেকেই অভিযোগ করেছেন যে, রাজ্য তৃণমূল নেতৃত্তের মদতেই বিরোধী শিবির এই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে। এদিকে তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারীর নির্দেশে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের পদ থেকে থেকে ইস্তফা দিয়েছিলেন সোমনাথ বেরা। তাঁর নামে আম্ফান দুর্নীতির অভিযোগ ছিল।

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষর পদ থেকে ইস্তফা দেওয়ার পর কয়েক মাস ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন সোমনাথ বেরা। এ সময় তাঁকে বাদ দিয়েই বেশ কিছু কর্মসূচি করেছিলেন শুভেন্দু অধিকারী। এবারের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ না জানান প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘ গত কয়েক মাস ধরে শুভেন্দুবাবু আমাকে বাদ দিয়ে ব্লকে একাধিক কর্মসূচি করেছেন। আমাদের আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেও শুভেন্দুবাবুকে আমন্ত্রণ করা হচ্ছে না। ’’

প্রসঙ্গত সোমনাথ বেরা সম্প্রতি বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন। বিজয়া সম্মেলন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার শুভেন্দু বিরোধী তৃণমূল নেতারা জোটবদ্ধ হবেন। আবার, আগামী ১০ ই নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগরে শহিদ স্মরণে সমাবেশের ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তার আগেই বিজয়া সম্মেলন অনুষ্ঠানের ডাক দিলো তাঁর বিরোধী শিবির। এভাবে দলের মধ্যে শুভেন্দু অধিকারীকে আরো কোণঠাসা করে দেবার চেষ্টায় তাঁর বিরোধী শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!