এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News,নিয়ন্ত্রণের বাইরেই কি চলে যাচ্ছে করোনা?প্রধানমন্ত্রীর হঠাৎ বৈঠকে বাড়ছে চাঞ্চল্য

Breaking News,নিয়ন্ত্রণের বাইরেই কি চলে যাচ্ছে করোনা?প্রধানমন্ত্রীর হঠাৎ বৈঠকে বাড়ছে চাঞ্চল্য


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশে তীব্রভাবে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। সংক্রমণের হার দিনে দিনে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই ২৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আজ এক জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই বৈঠককে ঘিরে বাড়ছে চাঞ্চল্য ও উৎকণ্ঠা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি করোনার ভয়াবহ সংক্রমণ চলছে দেশজুড়ে, যাকে অনেকেই করোনার তৃতীয় ঢেউ বলে মনে করছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। এই পরিস্থিতিতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আর এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, এছাড়াও বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও আইসিএমআরের ডিজি।

ভার্চুয়ালি ভাবে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠকে। বুস্টার ডোজ নিয়ে যেমন আলোচনা চলতে পারে, তেমনি আলোচনা চলবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। একাধিক রাজ্যে সংক্রমণ কি অবস্থায় রয়েছে? সে সঙ্গে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ কতটা উদ্বেগজনক অবস্থায় রয়েছে? নতুন করে কোন গাইডলাইন জারি করা যায় কিনা? এই সমস্ত কিছু নিয়ে হতে চলেছে গুরুত্বপূর্ণ আলোচনা। প্রধানমন্ত্রীর এই বৈঠকের দিকে নজর রয়েছে সারা দেশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!