বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র আক্রমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ খবর রাজ্য December 22, 2017 কেন্দ্র সরকারের এফআরডিআই বিলের প্রতিবাদে আজ মহামিছিল করা হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মহামিছিলের মধ্যমনি ছিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহামিছিলের শেষে এক পথসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র আক্রমনাত্মক ভাষায় বিঁধলেন। বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তিনি কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা দিলীপের তুলনা টেনে আনেন। আজকের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সুভাষ চক্রবর্তীদের ছত্রছায়ায় থাকা হাতকাটা দিলীপ, নাককাটা দিলীপ, কানকাটা দিলীপ নামে দুষ্কৃতীদের কথা শুনেছি। এখন দেখছি জিভকাটা দিলীপকে। আগেকার দিলীপদের হাতের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না। আর এখনকার দিলীপের ভাষার উপর কোনও নিয়ন্ত্রণ নেই। অসমীচিন, অর্বাচীন, অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন। প্রসঙ্গত, ওই একই সভামঞ্চ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে সারদা চিটফান্ড কাণ্ডে জেলে থাকা সুদীপ্ত সেনের সঙ্গে তুলনা করেন। আপনার মতামত জানান -