এখন পড়ছেন
হোম > জাতীয় > বেজে গেল লোকসভার দামামা, কবে দিন ঘোষণা? উৎকন্ঠায় রাজনৈতিক মহল!

বেজে গেল লোকসভার দামামা, কবে দিন ঘোষণা? উৎকন্ঠায় রাজনৈতিক মহল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। বিজেপি এখনও সব প্রার্থী তালিকা ঘোষণা না করলেও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোও আলাপ-আলোচনা শুরু করেছে। তবে সকলেই অপেক্ষায় রয়েছে, কবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে! কারণ প্রার্থী ঘোষণা করা হলেও, নির্বাচনের দিন যদি ঘোষণা না হয়, তাহলে সেভাবে তৎপরতা চোখে পড়ে না। তবে এবার সেই দিন ঘোষণা নিয়ে বড় খবর সামনে এলো। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু হয়েছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, আর বেশি সময় নষ্ট নয়, এবার দ্রুত ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের দিন। আর এই খবর সামনে আসার পরেই নানা মহলে তৎপরতা যেমন তৈরি হয়েছে, ঠিক তেমনই প্রবল জল্পনা লক্ষ্য করা যাচ্ছে। সকলের একটাই প্রশ্ন, কত দফায় হবে লোকসভা নির্বাচন? কোন কোন রাজ্যে বেশি দফা হবে! কবেই বা হবে ফল প্রকাশ?

প্রসঙ্গত আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যে আগামীকাল অর্থাৎ শনিবার ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের দিন বেলা তিনটের সময় সাংবাদিক বৈঠক করে এই নির্বাচনের দিন ঘোষণা করা হবে। ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ এবং দফা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে তরজা শুরু হয়েছে। পশ্চিম বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাঝেমধ্যেই বলা হচ্ছে যে, বাংলাকে প্রতিহিংসার চোখে দেখছে কেন্দ্রীয় সরকার। তাই তাদের কথা মতই বাংলায় বেশি দফা দিয়ে বাংলার মানুষকে কষ্ট দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করানো হবে। তবে এক্ষেত্রে বিজেপির সঙ্গে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই, তা স্পষ্ট করে দিচ্ছে গেরুয়া শিবির। তাদের পাল্টা দাবি, পশ্চিমবঙ্গের অবস্থা জম্মু-কাশ্মীরের থেকেও যে খারাপ, তা এখানে একাধিক কেন্দ্রীয় বাহিনী বন্টনের মধ্যে দিয়েই স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাই তারা কয় দফায় নির্বাচন করবে, সেটা তারাই বলতে পারবে। আগেভাগেই তৃণমূলের এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কথা বলা সাংবিধানিক পদ্ধতিকে বারবার চ্যালেঞ্জ জানানো বলেই দাবি বিজেপির।

পর্যবেক্ষকদের মতে, নির্বাচন মত দফাতেই হোক না কেন, যদি রাজনৈতিক দলগুলো নিজেদের কাজে অটুট বিশ্বাস রাখে, তাহলে তো তাদের প্রশ্ন তোলার কথা নয়। ভালো ছাত্ররা কখনও পরীক্ষার দিন নিয়ে চিন্তিত হয় না। আর যারা সারা বছর পড়াশোনা করে না, তারাই হয়ত পরীক্ষার তারিখ নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু পরীক্ষা কবে হবে, সেটা ঠিক করেন উচ্চ কর্তৃপক্ষ। তাই এক্ষেত্রেও রাজনৈতিক দলগুলো কি পারফরম্যান্স করেছে, তার প্রমাণ তারা ভোট বাক্সেই পেয়ে যাবে। কিন্তু নির্বাচন ঘোষণার আগেই তৃণমূলের এইভাবে প্রশ্ন তোলা সত্যিই দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন একাংশ। তবে জনতা জনার্দন অপেক্ষায় রয়েছে নির্বাচনের দিন ঘোষণা নিয়ে। শেষ পর্যন্ত আগামীকাল কি ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কত দফায় কোন রাজ্যে ভোট হয় এবং সবথেকে বড় কথা, ফল প্রকাশ কবে হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!