এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > যশের মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য? কি বলছেন মুখ্যমন্ত্রী? জেনে নেবে

যশের মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য? কি বলছেন মুখ্যমন্ত্রী? জেনে নেবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছরের আমফানের স্মৃতি এখনো ভুলতে পারেননি রাজ্যের মানুষ, তার মধ্যেই রাজ্যের দরজায় কড়া নাড়ছে ঘূর্ণিঝড় যশ। যখন রাজ্যে চলছে করোনার তীব্র সংক্রমণ, আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। সেই পরিস্থিতিতে রাজ্যের দুয়ারে উপস্থিত ঘূর্ণিঝড় যশ। তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এই প্রাকৃতিক আপদ। তাই এ বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

আম্ফান ঝড়ের মত ক্ষয়ক্ষতি যাতে না হতে পারে এবারে, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের কন্ট্রোল রুম থেকে সমগ্র রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে টুইট করে মুখ্যমন্ত্রী জানালেন যে, যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে, সেসব এলাকার জেলাশাসক, পুলিশ সুপার, কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বিপর্যয় মোকাবিলার ব্যাপারে বৈঠক করা হয়েছে। ঝড় ও বন্যার আশ্রয় কেন্দ্র গুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

ত্রাণ ও পুনর্বাসনের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। উপকূল, নদী তীরবর্তী অঞ্চল গুলি থেকে মানুষদের দ্রুত অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গতকাল থেকেই প্রশাসনিক স্তরে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত কাজ শুরু হয়েছে। ২৪ ঘন্টার জন্য কন্ট্রোলরুম খোলা হচ্ছে। যার নম্বর হলো ১০৭০ ও ০৩৩ -২২১৪৩৫২৬। এছাড়া কুইক রেসপন্স টিম আনা হচ্ছে। মৎস্যজীবীদের মাঝ সমুদ্র থেকে চলে আসার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, নবান্নর সঙ্গে সঙ্গে উপান্ন থেকেও রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী আগামী ২৫ ও ২৬ সে মে। তাই সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন করে রাখা হচ্ছে। সচিবালয় থেকে সমস্ত কিছুর ওপর নজরদারি করা হবে। উপকূলবর্তী জেলা গুলোর জন্য আলাদা করে কন্ট্রোল খোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই কন্ট্রোল রুমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন।

পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক কর্তারা একাধিক বৈঠক করে বিপর্যয় মোকাবিলার ব্যাপারে সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছেন। সেইসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবী মাঝ সমুদ্রে গেছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!