এখন পড়ছেন
হোম > রাজ্য > পুজোর আগেই নার্সদের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে বড়সড় খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী

পুজোর আগেই নার্সদের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে বড়সড় খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী

বড়সড় খুশির খবর সরকারি নার্সদের জন্য! পুজোর আগেই তাঁদের দীর্ঘদিনের একগুচ্ছ দাবীকে মান্যতা দিয়ে মুখে হাসি ফোটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি নার্সদের অবসরের বয়স ৬০ থেকে বেড়ে হচ্ছে ৬২। এবং সরকারি ছুটির দিনসংখ্যা ২৭ থেকে বেড়ে হচ্ছে ৪১। এমনটাই নির্দেশিকা জারি হল স্বাস্থ্যদপ্তর থেকে। বর্তমানে রাজ্য স্বাস্থ্যদপ্তরের সবথেকে বেশি সংখ্যক যে কর্মীরা কাজ করেন তারা হলেন এই নার্সিং ক্যাডার।এখানে এএনএম (১) নার্স আছেন ১২৩০০ জন, এএনএম (২) নার্স ৮০০০ জন, জিএনএম ৩৯৩০০ জন, বিএসসি ৫০০০ জন, এমএসসি ২৫০০ নার্সিংকর্মী আছেন। এছাড়া রাজ্য স্বাস্থ্যদপ্তর সংরক্ষিত শ্রেণীর প্রায় পাঁচ হাজার নার্স নিয়োগ করছে। আরও ৫৭০০ নার্স নিযুক্ত হওয়ার কথা রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রেই সবমিলিয়ে প্রায় ৬৭ হাজারের বেশি নার্সিং কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে বলেই খবর রয়েছে স্বাস্থদপ্তর সূত্রে।

কিছুদিন আগেই এই দাবী দাওয়া গুলোকে নিয়ে অবস্থান বিক্ষোভ করেছিল পিজি হাসপাতালের সরকারি নার্সদের সংগঠন। আজ তাঁদের সেই বিক্ষোভ সফল হল। পুজোর মুখেই মুখ্যমন্ত্রী তাঁদের দাবীগুলোকে মান্যতা দিলেন। তবে সরকারি নার্সদের দাবী দাওয়া মানা হলেও নির্দেশিকায় সাফ ভাবে জানানো হয়েছে যে কোনো সরকারি হাসপাতালে নার্সরা ৩০% এর বেশি যে কোনো ধরনের ছুটি একসঙ্গে নিতে পারবেন না। ছুটিগুলি পেলেও সব নার্সদের একসঙ্গে ছুুটি কখনোই দেওয়া হবে না। এমনটাই জানা গিয়েছে হেল্থ ডিরেক্টরেট সূত্রে।

এ প্রসঙ্গে দপ্তরের এক আধিকারিক জানালেন,যেহেতু এটা স্বাস্থদপ্তর,সেজন্য জনস্বাস্থ্যকেই আগে প্রাধান্য দেওয়া হবে। একই দিনে সবাই ছুটি পাবেন না। যারা ওইদিন পাবেন না,তাঁরা অন্যদিন ছুটি নেবেন। অন্যদিকে,পুজোর আগে আগেই এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি’র চেয়ারম্যান ও তৃণমূলপন্থী প্রোগ্রেসিভ নার্সেস অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান ডাঃ নির্মল মাজি। বললেন,দিন কয়েক আগেই বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দপ্তরের কর্মকর্তাদের কাছে অনুরোধ করা হয়েছিল নার্সদের দাবী পূরণের জন্য। সেই অনুরোধে সাড়া দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞ।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি এই দাবীদাওয়া নিয়ে দীর্ঘ প্রতিক্ষার কথা ব্যক্ত করলেন প্রোগ্রেসিভ নার্সেস অ্যাসোসিয়েশন-এর সম্পাদিকা পুষ্পিতা রায়। সরকারি কর্মীদের মতো ছুটিগুলো নার্সদেরও প্রাপ্য। আর সেটা যে মুখ্যমন্ত্রী বুঝেছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানালেন তিনি। অন্যদিকে,এই নির্দেশের খবর পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন সংগঠনের সম্পাদিকা ডাঃ পার্বতী পাল। বললেন,’দেরিতে হলেও নির্দেশনামাকে স্বাগত জানাই। অবশেষে ছুটির দিক থেকে আর পাঁচজন সরকারি কর্মীর সঙ্গে একই পংক্তিতে বসলেন নার্সরা। সে জন্যও ধন্যবাদ প্রাপ্য।’ তবে লোকসভা ভোটের আগে এভাবে বিক্ষুব্ধদের দাবী দাওয়া মেনে নেওয়াকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চাল হিসাবেই দেখছেন বিরোধীরা। এ নিয়ে জোর চর্চা চলছে রাজ্যের বিরোধীমহলগুলোতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!