এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সংগঠন নড়বড়ে! শুরুই হল না সদস্য সংগ্রহ! উত্তরবঙ্গ নিয়ে চিন্তা বাড়ছে বিজেপির!

সংগঠন নড়বড়ে! শুরুই হল না সদস্য সংগ্রহ! উত্তরবঙ্গ নিয়ে চিন্তা বাড়ছে বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট:-গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি একটি আসন বাদে সবকটি আসন দখল করেছিল। যার ফলে উত্তরবঙ্গে তাদের শক্তি ক্রমশ বৃদ্ধি হচ্ছে বলে ধরে নেওয়া হয়েছিল। তবে সামনে যখন বিধানসভা নির্বাচন, তখন সংগঠনকে আরও শক্তিশালী করা যে অত্যন্ত জরুরী ভারতীয় জনতা পার্টির পক্ষে, তা বুঝতে পেরেছিলেন বিজেপি নেতারা। আর তাই সদস্য সংগ্রহ অভিযানের মধ্যে দিয়ে আরও বেশি মানুষকে বিজেপির দিকে আনতে সচেষ্ট ছিলেন তারা। সেই মত রাজ্যের প্রতিটি জেলাতেই শুরু হয়েছিল এই সদস্য সংগ্রহ অভিযান। যার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সঠিক সময়ে শুরুই করতে পারল না দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি। যার ফলে সেই জেলা বিজেপি নেতৃত্বের উদ্যোগকে ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রতিটি জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করার কথা বলেছিল ভারতীয় জনতা পার্টি। 7 আগস্ট গোটা রাজ্যে এই কর্মসূচির সূচনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে উত্তর দিনাজপুর জেলায় বিজেপি 3 সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু করেছে। যার ফলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরমহলে। যেখানে আগামী দিনে ক্ষমতা দখল করা বিজেপির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এত ঢিলেমি করে যদি সংগঠন পরিচালনা করা হয়, তাহলে কিভাবে তারা পরিবর্তন আনবে? কেন এত দেরি করে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সদস্য সংগ্রহ অভিযান শুরু করল?

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “আমাদের জেলায় পরপর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ফলে সে সময় আমাদের সম্পূর্ণ মনোযোগ সেই ঘটনাগুলোর দিকে ছিল। সেই কারণে অন্যান্য জেলা সদস্য সংগ্রহের কাজ শুরু করলেও, আমরা তা দেরিতে শুরু করেছি। তবে সেপ্টেম্বর মাসে এই কর্মসূচি শেষ হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সদস্য সংগ্রহ প্রমুখ অদিত বিশ্বাস বলেন, “রথীন বসু এর‌ দায়িত্বে আছেন‌। তিনি জেলায় এসেছিলেন। তিনি খাতায়-কলমে শিখিয়ে দিয়েছেন, কিভাবে এই কাজ করতে হয়। গোটা জেলায় এবার নতুন করে 4 লক্ষ 72 হাজার সদস্য সংগ্রহের টার্গেট আমাদের দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ জেলার মানুষের কাছ থেকে সংগ্রহ করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হচ্ছে।”

তবে বিজেপির এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “বিজেপি প্রতিবছর সদস্য সংগ্রহ অভিযান করে। আর এদিকে মাঝেমধ্যেই আমাদের দলে যোগদান কর্মসূচি হয়। জেলার প্রচুর বিজেপি কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করেছেন। এখনও করছেন।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে, সমস্ত কিছু যুক্তি সংগত বিষয়। কিন্তু যদি তারা নিজেদের সংগঠনকে ঠিকমত পরিচালনা না করে, তাহলে কিভাবে মানুষ তাদের ওপর ভরসা রাখবে, তা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তাই উত্তর দিনাজপুর জেলা বিজেপি এত বিলম্ব করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করায় বিরোধী দল যেমন তাদের কটাক্ষ করতে শুরু করেছে, ঠিক তেমনই গেরুয়া শিবিরের অন্দরমহলেও এই ব্যাপারে উঠছে প্রশ্ন। সব মিলিয়ে দেরিতে সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও, তাতে কতটা সাফল্য বজায় রাখতে পারে উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!