এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এখনই নেই স্বস্তি, আমফান তান্ডব চালাবে আরো অনেকক্ষন, জানালো আবহাওয়া দপ্তর

এখনই নেই স্বস্তি, আমফান তান্ডব চালাবে আরো অনেকক্ষন, জানালো আবহাওয়া দপ্তর


গতকাল কলকাতায় ঘণ্টায় ১৩০ কিমি বেগে দানবীয় তাণ্ডব চালিয়েছে সাইক্লোন আমফান। যার জেরে উপকূলবর্তী এলাকাগুলি সহ গোটা বাংলা লন্ডভন্ড। যা দেখে রীতিমত আতঙ্কিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এখনো স্বস্তি নেই, হাওয়া অফিসে থেকে জানানো হচ্ছে যে, ২১ তারিখ সকাল পর্যন্ত এই ঘূর্ণিঝড় তার তার তান্ডব চালাবে, মূলত, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় জারি থাকবে বিপর্যয় তাছাড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলিতেও ঘন্টায় ৭০-১০০ কিমি বেগে ঝড় বইবে সাথেই প্রবল বৃষ্টি হবে। মালদহ, উত্তর দিনাজপুরে বৃষ্টি বাড়বে।আটঘণ্টা এখনও এর প্রভাব চলবে। ধীরে ধীরে গতিবেগ কমবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, রাত্রে পরিস্থিতি কিছুটা শান্ত হতেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন যে, ‘ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি।দক্ষিণবঙ্গের একাধিক জায়গা শেষ হয়ে গিয়েছে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর সহ একাধিক অংশে কার্যত ধ্বংসলীলা চলেছে। অন্তত ১০-১২ জনের মৃত্যু হয়েছে। সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সব ব্রিজ বন্ধ। ইলেকট্রিসিটি পুরো শেষ, জলের সংযোগ শেষ। কৃষি ক্ষেত্র সম্পূর্ণ বিপর্যস্ত।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!