এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সোনালী থেকে সরলা, একের পর এক নেতা- নেত্রীদের দলে ফেরানো নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের! জেনে নিন!

সোনালী থেকে সরলা, একের পর এক নেতা- নেত্রীদের দলে ফেরানো নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ধ্বস ব্যাপক অস্বস্তি তৈরি করেছিল দলের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সঙ্গী সোনালী গুহ থেকে শুরু করে সরলা মূর্মু, এমনকি তারও অনেক আগে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়রা যোগদান করেছিলেন গেরুয়া শিবিরে। আর এই সমস্ত নেতা, নেত্রীরা দলে অপমানের কারণেই যে বিজেপিতে যোগদান করেছিলেন, তা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল।

এমনকি তারা কার্যত আত্মবিশ্বাসী ছিলেন যে, বিজেপি এবার রাজ্যের ক্ষমতা দখল করবে। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রমাণ হয়ে গিয়েছে, রাজ্যে বিজেপির হাওয়া প্রায় নেই বললেই চলে। যেখানে বিজেপি বিরোধী দলের আসন দখল করলেও, রাজ্যের ক্ষমতা দখল করতে পারেনি। তৃতীয়বারের জন্য 213 টি আসন নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস।

মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীরা আবার তৃণমূলে ফিরতে চান বলে গুঞ্জন তৈরি হয়েছিল। আর এবার তা কার্যত বাস্তবে পরিণত হল। সোনালী গুহ থেকে শুরু করে সরলা মুর্মুর মত হেভিওয়েট নেত্রীরা ইতিমধ্যেই আবার তাদের পুরনো দল তৃণমূল কংগ্রেসের ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করতে শুরু করেছেন।

তবে তৃণমূলের একাংশ বলছেন, বিপদে যারা দলের পাশে থাকে না, তাদেরকে এখন দলে নেওয়া মোটেও ঠিক হবে না। এরা সকলেই সুবিধাবাদী। আর এই পরিস্থিতিতে দলে ফিরতে চাওয়া একের পর এক নেতা, নেত্রীদের নিয়ে এবার বড় সিদ্ধান্ত গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে টুইট করে একটি আবেদন করেন সোনালী গুহ।

যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বাঁচতে পারবেন না বলে তার অনেক ভুল হয়েছে বলে তৃণমূল নেত্রীর কাছে ক্ষমা চান তার দুর্দিনের এই সঙ্গী। আর তারপর থেকেই একের পর এক নেতা নেত্রীরা দলে ফিরে আসতে যোগাযোগ করছেন বলে দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এমনকি মালদহের সরলা মুর্মুর মত নেত্রীও দলে ফিরতে চেয়ে আবেদন করেন। আর এই পরিস্থিতিতে তৃণমূলের সিদ্ধান্ত কি হবে, তা নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে এই ব্যাপারে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। এদিন তিনি বলেন, “শুধু সোনালী গুহ বা সরলা মুর্মু নয়। আরও অনেক নেতা তৃণমূলে ফিরতে চেয়েছেন বা যোগ দিতে চেয়েছেন। কিন্তু এই ব্যাপারে দলের পক্ষ থেকে এখনও কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

স্বাভাবিক ভাবেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই বক্তব্যকে কেন্দ্র করে এখন ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। কি করবে তৃণমূল কংগ্রেস? বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে চলে যাওয়া এই সমস্ত নেতা-নেত্রীদের যদি আবার ফিরিয়ে নেওয়া হয়, তাহলে তৃণমূল কি তাদের অতীত ভুলে যাবে! তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করবে। এক্ষেত্রে সুযোগসন্ধানী হিসেবে চিহ্নিত হবেন এই সমস্ত নেতা নেত্রীরা। আর যদি তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে দলের অন্দরে দ্বিধা-বিভক্ত পরিস্থিতি তৈরি হতে পারে।

অনেকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবী করতে শুরু করেছেন, কোনোভাবেই এঈ সমস্ত নেতা-নেত্রীদের দলে যাতে গ্রহণ করা না হয়। কেননা এরা সকলেই সুবিধাবাদী। এখন দল ক্ষমতায় এসেছে, তাই তারা আবার ফিরতে চাইছেন। আর এই পরিস্থিতিতে এই সমস্ত নেতা-নেত্রীদের দলে ফেরানোর ব্যাপারে যে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তা জানিয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

তবে একাংশের আপত্তি এবং দলে ফিরতে চেয়ে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তৃণমূল এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, তা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!