এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রতিদ্বন্দিতা ভুলে জয়ের পর মুখ্যমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রতিদ্বন্দিতা ভুলে জয়ের পর মুখ্যমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী ময়দানে যতই লড়াই থাক না কেন? জয়লাভের পর টুইট করে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনে জয়লাভের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। এর সঙ্গে সঙ্গেই তিনি জানালেন যে, বাংলার মানুষের স্বপ্ন পূরণে রাজ্যকে সমস্ত রকম সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। করোনা অতিমারী থেকে বেরিয়ে আসতেও কেন্দ্র রাজ্যের পাশে থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভা নির্বাচনে ২০০ এরও বেশি আসন নিয়ে অভূতপূর্ব জয় রাজ্যের শাসক দল তৃণমূলের। পক্ষান্তরে, ২০০ আসনের লক্ষ্যমাত্রা রেখেও ১০০ আসনও পার করা সম্ভব হলো না বিজেপির। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে একাধিকবার আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর টুইট করে প্রধানমন্ত্রী জানালেন, তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন জানাচ্ছেন তিনি। রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণের জন্য রাজ্যকে সমস্ত রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র রাজ্যের পাশে থাকবে।

প্রধানমন্ত্রীর এই টুইট তথা শুভেচ্ছাবার্তা ও রাজ্যের পশে থাকার বার্তা রাজনৈতিক সৌজন্যতার নজির বলেই রাজনৈতিক বিশ্লেষকদের দাবি। সংঘাতের পরিবর্তে মিত্রতার বার্তা রয়েছে প্রধানমন্ত্রীর এই টুইটে। আবার রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলার মানুষের সেবার কাজ চালিয়ে যাবে বিজেপি। রাজ্যের মানুষকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!