এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উৎসব মিটতেই ভয়াবহ গোষ্ঠীদ্বন্দ্ব! পরিস্থিতি সামলাতে আসরে তৃণমূল নেতৃত্ব!

উৎসব মিটতেই ভয়াবহ গোষ্ঠীদ্বন্দ্ব! পরিস্থিতি সামলাতে আসরে তৃণমূল নেতৃত্ব!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই তৃনমূলের পরেশ পাল বনাম সাধন পান্ডের বিবাদ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাধন পান্ডে অসুস্থ। কিন্তু তার অনুগামীরা এখনও পর্যন্ত ময়দানে রয়েছেন। অন্যদিকে পরেশ পাল নিজের অনুগামীদের নিয়ে দাপটের সঙ্গে রাজনীতি করছেন। তবে বিজয়া দশমী মিলিয়ে যেতে না যেতেই কাকুড়গাছিতে সেই পরেশ পালের অনুগামীদের সঙ্গে সাধন পান্ডের অনুগামীদের বিবাদ প্রকাশ্যে এসেছে। মুহুর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। এদিকে পরিস্থিতি যাতে কোনোমতেই হাতের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য গোটা বিষয়টি সামাল দিতে তড়িঘড়ি সেখানে পৌঁছে তৃণমূলের কুণাল ঘোষ এবং সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে। যেখানে সকলকে একত্রিত থাকার বার্তা দেন তারা।

সূত্রের খবর, এদিন কাকুরগাছিতে সাধন পান্ডের অনুগামীদের সঙ্গে পরেশ পালের অনুগামীদের তীব্র বাদানুবাদ তৈরি হয়। পরিস্থিতি ক্রমেই রণক্ষেত্রের আকার ধারণ করে। আর তারপরেই ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে। আর তারপরেই সেখানে উপস্থিত থেকে সকলকে বার্তা দেন শ্রেয়া পান্ডে। তিনি বলেন, “আমাদের সামনে বড় লড়াই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দীর্ঘদিন ধরে চলা এই দুই নেতার গোষ্ঠীদ্বন্দ্ব এবার বন্ধ করতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণেই কুনাল ঘোষ আসরে নামার পাশাপাশি সাধনবাবুর কন্যা শ্রেয়া পান্ডে আসরে নেমে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার উদ্যোগ নিলেন। এক্ষেত্রে বিজেপি যখন বিরোধী আসন রয়েছে, তখন নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব করলে যে আখেরে নিজেদেরই ক্ষতি, তা বুঝিয়ে দিলেন শ্রেয়া পান্ডে। তবে সাময়িকভাবে পরিস্থিতিকে শান্ত হলেও, আবার পরবর্তীতে তা যদি অশান্ত হয়ে পড়ে, তাহলে কিভাবে তাকে সামাল দেওয়া যাবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!