দমদমে তৃণমূলের পূর্ণেন্দু বসু ও দেবরাজ চক্রবর্তীর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রাজ্য February 27, 2018 দক্ষিণ দমদমে তৃণমূলের পূর্ণেন্দু বসু ও দেবরাজ চক্রবর্তীর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল।আগে পূর্ণেন্দু বসু ও দোলা সেনের দাপট ছিল কিছুদিন ধরে দেবরাজ চক্রবর্তীর প্রভাব ক্রমশ বাড়ছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে আর সেই কারণেই পূর্ণেন্দুবাবুর অনুগামীরা দেবরাজ চক্রবর্তীর অনুগামীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। যদিও ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।কিন্তু আহত চার তৃণমূল সমর্থক তাদের অনুগামী বলে দাবি করেছে দেবরাজ চক্রবর্তীর অনুগামীরা।অন্যদিকে আবার পূর্ণেন্দুবাবুর অনুগামীরা দাবি করেছেন তারা তাদের দলের। জানা গেছে বেশকিছু দিন ধরেই ছোটোখাটো ঝামেলা চলছিল তবে গতরাতে তা বড় আকার নেয়। এই নিয়ে দেবরাজ চক্রবর্তীর অনুগামী অপূর্ব কুণ্ডু অভিযোগ করেন যে তাদের উপর যারা চড়াও হয়েছিল তারা সবাই নব্য তৃণমূল।তারা কয়েকদিন আগে সিপিআইএম ছেড়ে তৃমমূলে যোগ দিয়েছে। আপনার মতামত জানান -