এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিএএ নিয়ে শুধুই মিথ্যাচার, মমতাকে মূর্খ বলে সটান জবাব শুভেন্দুর!

সিএএ নিয়ে শুধুই মিথ্যাচার, মমতাকে মূর্খ বলে সটান জবাব শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব ব্যাপারে কেন্দ্র বিরোধী কথা বলে এবং মানুষকে ভুল বুঝিয়ে একটা চেষ্টা করছেন, যাতে এবারের লোকসভা ভোটে বাংলা থেকে বেশ কিছু আসন নিজেদের ঝুলিতে নিয়ে আসা যায়। কিন্তু সেটা হবে না। আর তিনি মানুষকে ভুল বোঝাতে পারবেন না। এতদিন এই সংখ্যালঘুদের কাছে সিএএ নিয়ে একটা বিভ্রান্তিকর কথা বলে তিনি তাদের ভোট নিয়েছেন। তবে এবার কেন্দ্রীয় সরকার যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, তার ফলে বিজেপি নেতারাও চ্যালেঞ্জ করছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রমাণ দিতে পারেন যে, এই সিএএ লাগু করার পর একজনেরও নাগরিকত্ব গিয়েছে, তাহলে তারা তাদের পদ থেকে ইস্তফা দেবেন। কিন্তু সেটার প্রমাণ না দিয়ে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন।

আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে সটান মুখের মত জবাব দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে আইন, কানুন, নিয়ম, নীতি কিছুই বোঝেন না, সেই সম্পর্কে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা। ইতিমধ্যেই অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করছেন। আর তৃণমূলের পক্ষ থেকে তারপরেও যখন সিএএএর অযাচিতভাবে বিরোধিতা করা হচ্ছে, তখন শুভেন্দু অধিকারী যা বললেন, তাতে যথেষ্ট অস্বস্তিতে এই রাজ্যের শাসক দল।

প্রসঙ্গত, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে, লোকসভা ভোটের আগে সিএএএর বিরোধিতা করতে হবে। মানুষের কাছে কেন্দ্রে বিরোধী কথা তুলে ধরতে হবে। আর সেই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীকে এদিন চাঁচাছোলা জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা ব্যানার্জি হেরে যাওয়ার ভয়ে এখন সিএএর বিরোধিতা করছেন। তিনি একটা মূর্খ। শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্য মমতা ব্যানার্জি বোঝেন না। যারা নাগরিকত্ব চান, তারা সিএএতে আবেদন করবেন।” একাংশের বক্তব্য, মমতা ব্যানার্জি সবসময় কেন্দ্র বিরোধী কথা বলে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছেন। তিনি নিজেও জানেন যে, এই সিএএর কারণ দেখিয়ে তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। আর সেই ভুলে কেউ পা গলাবেন না।

পর্যবেক্ষকদের মতে, মমতা ব্যানার্জিকে যদি কেউ জুতসই জবাব দিতে পারেন, তাহলে তার নাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একেবারে মুখের মত জবাব দেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সব সময় মিথ্যাচার করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সীমায় পৌঁছে গিয়েছেন। রাজনীতিকে সব ভাবে ধ্বংস করার চেষ্টা করছেন তিনি। সংখ্যালঘুদের ভোট পাওয়ার তার যে মরিয়া চেষ্টা, এবার তাতে আর চিড়ে ভিজবে না। কারণ সংখ্যালঘুরাও বুঝে গিয়েছেন যে, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে বিজেপির বিরুদ্ধে একটা ভুল কথা বলেছিলেন। সিএএ লাগু হওয়ার পরেও একজনের নাগরিকত্ব যায়নি। বিজেপি তার গ্যারানটার হচ্ছে। স্বাভাবিক ভাবেই সেই সংখ্যালঘুরা যখন ধীরে ধীরে তৃণমূলের মুখোশ খুলে দিতে শুরু করেছেন, তখন মিথ্যাচার করা ছাড়া এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিকল্প কোনো রাস্তা নেই। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!