এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আগে সিপিএম করতিস, আমরা দলে নিইনি তাই বিজেপির পতাকা নিয়ে ছুটছিস: অভিষেক

আগে সিপিএম করতিস, আমরা দলে নিইনি তাই বিজেপির পতাকা নিয়ে ছুটছিস: অভিষেক


আসন্ন ত্রিস্তরীয় নির্বাচন উপলক্ষ্যে বাঁকুড়ার কেচন্দার এলাকায় গত শুক্রবার আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীসভা। সেই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সব বিধায়ক। এছাড়াও ছিলেন, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের বিদায়ি সভাধিপতি অরূপ চক্রবর্তী, জঙ্গলমহলের তৃণমূল নেতা জয়ন্ত মিত্র সহ জেলা নেতৃত্ব। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তাঁর ভাষণে এলাকার দলীয় কর্মী ও সমর্থদের সাংগঠনিকভাবে তুলনামূলক দুর্বল বুথগুলিতে প্রচার কার্যে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি বলেন, যে বুথে প্রচারের প্রয়োজন আছে সেই বুথে পড়ে থাকুন। আমাকে যতবার ডাকবেন আমি আসব। আমি নিজে প্রচার করে দিয়ে যাব। বিজেপি রাজ্য সভাপতি কথায় কথায় বলেন শ্মশানে পাঠিয়ে দেব, মাটিতে পুঁতে ফেলব, হাসপাতালে পাঠিয়ে দেব। মুখের কী ভাষা? যে হাসপাতালে পাঠানোর কথা বলছেন, যে শ্মশানে পাঠানোর কথা বলছেন সেই হাসপাতাল ও শ্মশান মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। সুতরাং আমাদের চমকে ধমকে লাভ নেই। ভোট হলে এ রাজ্যের মাটিতে ঘাসের উপর জোড়াফুল ফুটবেই। যত কাটবে তত বাড়বে এই জোড়াফুল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এছাড়া ধর্মীয় বিভাজন প্রসঙ্গে বিজেপিকে আগাগোড়া সমালোচনা করে তিনি বলেন, বিজেপি ধর্মকে বিক্রি করে রাজনীতি করে। আবার ধর্মকে বিক্রি করে দুর্নীতিও করে। হিন্দু ধর্মের জন্য ওরা কিছু করেনি। দেশের প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা সংস্কৃতি আছে। জবরদস্তি ভিন রাজ্যের একটি সংস্কৃতি আমাদের রাজ্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। রাম, হনুমান, দুর্গা, কালী আমাদের ঈশ্বর। কিন্তু, অস্ত্রগুলো আমাদের নয়। মনোনয়নপত্র পেশের সময়ে রাজ্যজুড়ে বিভিন্ন সন্ত্রাসের ঘটনায় রাজ্যের শাসকদলকে অভিযূক্ত করে বিরোধীরা। এই প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি উন্নয়ন নিয়ে কিছু বলতে পারছে না। খালি বলছে মনোনয়ন জমা দিতে দেয়নি। নাচতে না পারলে উঠান তো বাঁকা হবেই। খেলতে পার না আমি কী করব? ওরা বলছে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। কোথায় যুদ্ধ? কোথায় মাটি আছে? বাঁকুড়ায় কী আছে তোদের? আগে সিপিআইএম করতিস, হেরে যাওয়ার পর আমাদের দলে আসার চেষ্টা করেছিস, আমরা দরজা বন্ধ করে রেখেছিলাম – ঢুকতে পারিসনি। এখন বিজেপির পতাকা নিয়ে ছুটে বেড়াচ্ছিস, যত খুশি ছোট। এরপরে দলের জয়ের প্রসঙ্গে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যত খুশি দফায় যতবার খুশি ভোট করাও, যতবার ভোট হবে ততবার আমরা জিতব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!