এখন পড়ছেন
হোম > রাজ্য > অফিসিয়াল প্রার্থীর বিপরীতে দাঁড়ানোর মাসুল গুনলো ৬ নির্দল প্রার্থী

অফিসিয়াল প্রার্থীর বিপরীতে দাঁড়ানোর মাসুল গুনলো ৬ নির্দল প্রার্থী

পঞ্চায়েত ভোটে টিকিট পেতে মারিয়া ছিল দলের প্রায় সব কর্মীরাই। আর এই নিয়েই মনোনয়ন জ্যাম পড়েছিল প্রয়োজনের থেকে অনেক বেশি। যা নিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল শাসকদলের। অনুনয় ,বিনয় শেষে হুঁশিয়ারি দিয়েও কাজ হয়নি মনোনয়ন তোলেননি অনেকেই। আর সেই সংখ্যাটাও খুব একটা কম নয়। দলীয় প্রতীক না পেয়েও শেষে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়েছেন অনেকেই। এবার তাঁদের জন্য দৃষ্ট্রান্তমূলক শাস্তি ঘোষণা করা হলো। এদিন জলপাইগুড়ি জেলার অন্তর্গত ফুলবাড়ি ব্লকের দুটি পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়ছেন ৬ তৃণমূল নেতা এদিন সেই ৬ তৃণমূল নেতাকে বহিস্কার করা হয়। আর তাই তাঁরা আগামী ৬ বছর দলে থাকতে পারবেন না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এনারা হলেন
১. যুব তৃণমুল নেতা সঞ্জয় বিশ্বাস
২. তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নিরালা রায়
৩. যুব নেতা বিমল বিশ্বাস
৪. বীণা রায়
৫. অনিতা রায়
৬. ববিতা মণ্ডল

জানা গেছে আগে অনেকবার এঁদের প্রার্থীপদ প্রত্যাহারের কথা বলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে কিন্তু তাঁরা সে কথায় গুরুত্ত্ব না দেওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দল। এই নিয়ে বহিস্কৃত নেতা নেত্রীরা মুখ খুলতে চাননি। তবে এই নিয়ে ফুলবাড়ি ব্লক তৃণমূল নেতৃত্ব জানান যে, গ্রাম পঞ্চায়েতে অফিশিয়াল প্রার্থী-র বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোর পরেও অনেক বার বলা স্বত্তেও দল বিরোধী কাজ করার জন্য তাদের বহিস্কার করেছে দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!