এখন পড়ছেন
হোম > রাজ্য > টিকিয়াপাড়ায় অ্যাকশন শুরু পুলিশের! গ্রেপ্তার বহু, থমথমে এলাকা! বাড়ছে জল্পনা

টিকিয়াপাড়ায় অ্যাকশন শুরু পুলিশের! গ্রেপ্তার বহু, থমথমে এলাকা! বাড়ছে জল্পনা


করোনা ভাইরাসকে আটকাতে লকডাউন চলছে। কিন্তু সেই লকডাউনের সময় কিছু মানুষ বাইরে বেরোনোয় তাদের সুরক্ষার জন্য চেষ্টা করেছিল পুলিশ প্রশাসন। আর মানুষের ভালোর জন্য চেষ্টা করতে গিয়েই রীতিমতো আক্রমণের শিকার হতে হয়েছে রাজ্যের পুলিশকে। হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনা এখন নানা প্রশ্ন তুলে দিচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে মানুষের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হলেও কিছু যুবক পুলিশের ওপর লাঠি গুলি নিয়ে হামলা চালানো হয় বেজায় ক্ষীপ্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর পুলিশের ওপর হামলা যে কোনভাবেই বরদাস্ত করা যাবে না, তা মঙ্গলবার রাত থেকেই বুঝিয়ে দিয়েছিল পুলিশ প্রশাসন। সূত্রের খবর, বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, টিকিয়াপাড়ার এই ঘটনায় ইতিমধ্যেই 14 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু তাই নয়, পরিস্থিতিকে শান্ত রাখতে গোটা এলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, বুধবার সকালে বেলিলিয়াস রোডে যান হাওড়া পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে গিয়ে মঙ্গলবার বিকেলে যে এলাকায় তান্ডব করা হয়েছে, সেই এলাকা পুরোপুরি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে টিকিয়াপাড়ার এই ঘটনা ঘটার সাথে সাথেই হাওড়ার পুর কমিশনারকে সরিয়ে দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেখানে দায়িত্ব দেওয়া হয় হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈনকে। বিশেষজ্ঞরা বলছেন, টিকিয়াপাড়ায় পুলিশের ওপর যে আক্রমণ হয়েছে, তারপরই রাজ্যবাসী সহ বিরোধীদের মনে তীব্র সংশয় সৃষ্টি হয়েছিল। সকলেই প্রশ্ন করছিলেন, যেখানে পুলিশের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কোথায় যাবেন!

তবে এই ঘটনার পরেই তার গুরুত্ব অনুধাবন করে যেভাবে তড়িঘড়ি টিকিয়াপাড়াকে শান্ত রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একের পর এক গ্রেপ্তার এবং এলাকা সিল করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে অনেকেই প্রশাসনের এই অতিসক্রিয়তাকে সাধুবাদ জানাচ্ছেন। তবে দিনের শেষে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যেভাবে লকডাউনকে মান্যতা দিতে গিয়ে কিছু যুবকের হাতে পুলিশ প্রশাসনকে আক্রমণের শিকার হতে হল, তাতে রাজ্যে আবার এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা এবং যদিও বা তা হয়, তাহলে তা আটকাতে কতটা বদ্ধপরিকর হয় প্রশাসন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!