এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুমতি ছাড়াই রোড শো, শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা পুলিশের!

অনুমতি ছাড়াই রোড শো, শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা পুলিশের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেহালা পশ্চিমের লড়াই ক্রমশ জমে উঠেছে। একদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের প্রার্থী, অন্যদিকে বিজেপির প্রার্থী হেভিওয়েট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই দুই হেভিওয়েট তারকা রাজনীতিবিদ এবং তারকা অভিনেত্রীর লড়াইকে কেন্দ্র করে রীতিমত জমজমাট এই বিধানসভা। কে শেষ হাসি হাসবে, তার 2 মে ভোটবাক্স খোলার পর পরিষ্কার হয়ে যাবে। কিন্তু নির্বাচনের প্রাকমুহূর্তে এবার বড়সড় অস্বস্তিতে পড়ে গেলেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

যেখানে অনুমতি ছাড়াই রোড শো করার অভিযোগে মামলা করা হল তার বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় ভোটের আগে যে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি, তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, অনুমতি ছাড়াই বেহালায় রোড শো করেছেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর সেই অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটি মামলা করেছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, পুলিশের কাজে বাধা দেওয়া, অবৈধ জমায়েতের অভিযোগের জন্যেও শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। যার জেরে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ভোটের আগে এভাবে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে যে যথেষ্ট অস্বস্তির মুখে ফেলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এবারের নির্বাচন অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে। তৃণমূল এবং বিজেপি কোনো দল কোনো দলকে একচুল জায়গা ছাড়তে নারাজ। আর এই পরিস্থিতিতে বেহালা পশ্চিমের দুই তারকা প্রার্থীর লড়াইয়ে যখন জমজমাট হয়ে উঠেছে গোটা বিধানসভা, তখন প্রবল অসশবস্তির মুখে পড়ে গেলেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

যেখানে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় রীতিমত বিড়ম্বনার মুখে ভারতীয় জনতা পার্টিও। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!