এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সভাপতি হটাও, সহ-সভাপতি গোরু চোর – তৃণমূল নেত্রীর বিস্ফোরণে কাঁপছে শাসকদল

সভাপতি হটাও, সহ-সভাপতি গোরু চোর – তৃণমূল নেত্রীর বিস্ফোরণে কাঁপছে শাসকদল

“সৌরভ চক্রবর্তী হটাও, দুলাল দেবনাথ গোরু চোর” – বিস্ফোরক দাবি তৃণমূল নেত্রী যূথিকা রায় বসুনিয়ার। তিনি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের তপশিলি জাতি-উপজাতি সেলের সভানেত্রী। কেন দলের হেভিওয়েট নেতাদের উদ্দেশ্যে এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি? ক্ষোভ থেকেই কি এই সব কথা উগরে দিলেন তিনি? জল্পনা চরমে রাজনৈতিক মহলে, স্থানীয় সূত্রের খবর, এবার জেলা পরিষদ আসনে দলীয় প্রতীকে টিকিট পাননি তিনি, আর তাই জেলা পরিষদের ৮ নম্বর আসনে নির্দল হয়ে দাঁড়িয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। আর তারপরেই একরাশ ক্ষোভ উগরে দিয়ে এদিন তিনি দাবি করেছেন যে, দল নাকি প্রার্থী হিসেবে তাঁর নাম চূড়ান্ত করেছিল। কিন্তু তা সত্ত্বেও জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী ও সহ সভাপতি দুলাল দেবনাথ অন্য একজন প্রাথমিক শিক্ষক-কে প্রার্থী করেছে। যে কোনওদিন দলের ঝান্ডা ধরেনি তাকে দলের প্রার্থী করা হচ্ছে কেন ?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপর তিনি বিস্ফোরক দাভিযোগ করে বলেন, সৌরভ চক্রবর্তী তো নিজের এলাকাই সামলাতে পারে না। আর দুলাল দেবনাথ গোরু চোর। পাশাপাশি দলের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন যে, তিনি ১৯৯৮ সাল থেকে আনন্দ করে দল করছেন। সেই জন্য সংসার ঠিকমতো সামলাতে পারেননি। সিপিআইএমের হাতে মার খেয়েছেন। এরপর হুঁশিয়ারি দিয়ে জানান যে, তৃণমূল যদি আমায় মারে – মাথা পেতে সহ্য করব না। দুটো খেলে আমি একটা দেব। এরপর অভিমান নিয়ে বলেন যে, যাঁরা প্রধান ছিলেন তাঁদের আজ টিকিট দেওয়া হচ্ছে না। নিতাই কর যে নাকি গাড়িচালক ছিল, সে চালাবে দল! তার নেতৃত্ব মানব? পরে আবার মমতা ব্যানার্জীর উপর পূর্ণ আস্থা রেখে দাবি করেন যে, আমার মনে হয় দিদি আমার বিষয়টি ঠিকমতো জানেন না। তাই, নিরুপায় হয়েই সবার সামনে বলছি সৌরভ চক্রবর্তী হটাও। সৌরভ চক্রবর্তী নিজের এলাকা সামলাতে পারে না। মমতা ব্যানার্জির নেতৃত্বের যে আদর্শ ছিল, সেই দল সৌরভ চক্রবর্তীর অঙ্গুলিহেলনে চলছে এটা আমি মানতে পারছি না।আমি জানি মমতা ব্যানার্জি আমার কথা শুনে কষ্ট পাবেন। কিন্তু, আমি নিরুপায় হয়ে এসব বলছি। উত্তরবঙ্গের দাপুটে নেত্রীর এই বিস্ফোরণে আপাতত টালমাটাল সকলের অন্দরমহল বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!