এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভয় দেখিয়ে বিজেপি প্রার্থীকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ, শাসকদল বলছে ‘উন্নয়ন’

ভয় দেখিয়ে বিজেপি প্রার্থীকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ, শাসকদল বলছে ‘উন্নয়ন’

ফের একবার বিজেপি প্রার্থীকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিজ্ঞ উঠলো শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের শান্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে যে এইদিন পূর্ব মেদিনীপুরের শান্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর আসনে তৃণমূল প্রার্থী উমা তুং-এর বিরুদ্ধে বিজেপির প্রতীকে দাঁড়ানো মীনা ভৌমিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেও মনোনয়ন প্রত্যাহার না করেও স্বামী রবীন্দ্রনাথ ভৌমিক ও অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন তিনি ও স্থানীয় তৃণমূল নেতা সেলিম আলির হাত থেকে তৃণমূলের দলীয় পতাকাও গ্রহণ করলেন। কেন এমন করলেন তাও জানালেন। তিনি এদিন বলেন, আমাদের পরিবার প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত। সম্প্রতি কিছু নেতা-নেত্রীর কাজে অসন্তুষ্ট হয়ে বিজেপি-তে চলে গেছিলাম। এখন নিজের ভুল বুঝতে পেরে আবার পুরোনো দলেই ফিরে এসেছি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পাশাপাশি তিনি আরও জানান যে বিশেষ সমস্যার কারণে মনোনয়ন প্রত্যাহার করতে পারেন নি তিনি। কিন্তু তিনি যে আর বিজেপি নন তা লিফলেট বিলি করে এলাকার মানুষকে জানিয়ে দেবেন। এখন তৃণমূলে যোগ দিলেন এবার শুধু তাদের প্রচার ও এলাকার উন্নয়ন করবেন। কিন্তু মিনাদেবীর বক্তব্য মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। কেননা যদি এটি উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দেবেন তবে বিজেপির প্রার্তী হলেন কেন? বা মনোনয়ন প্রত্যাহার করলেন না কেন? প্রশ্ন তুলেছেন তাঁরা। বিজেপির তরফে আরও দাবি যে, ভয় দেখিয়ে জোর করে তাঁদের প্রার্থীকে নিজেদের দলে যোগদান করিয়েছে তৃণমূল। নানা জায়গায় একই ঘটনা ঘটছে। বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের দাবি – বিজেপি ভুয়ো পার্টি, মানুষ ওদের সাথে নেই। কয়েকজনকে ভুল বুঝিয়ে তারা প্রার্থী করেছে কিন্তু তাঁরা ভুল বুঝে বিজেপি ছেড়ে মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!