এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীকে লাগবে না, বিজেপি বিরোধী জোটকে ভাঙ্গতে একাই একশো শুভেন্দু!

মোদীকে লাগবে না, বিজেপি বিরোধী জোটকে ভাঙ্গতে একাই একশো শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিজেপিকে আটকাতে আগামী লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট। যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। যে জোটে রয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে নীতিশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালরা। কিন্তু এই জোটের অস্তিত্ব কত দিন, তা সময় বলবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করার আগে এই জোটের নেতা-নেত্রীরা অন্তত শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াইটা করুন। বর্তমানে এমনই যুক্তি দিচ্ছেন বিজেপি নেতৃত্বরা।

তাদের দাবি, শুভেন্দু অধিকারী এই বিরোধী জোটকে নিয়ে যে সমস্ত কথা বলছেন, তাতে কার্যত হিমশিম খেতে শুরু করেছেন সেই জোটে থাকা নেতা নেত্রীরা। তাদের কাছে কোন এজেন্ডা রয়েছে, এক প্রশ্নেই রীতিমত কুপোকাত করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা।প্রসঙ্গত, এদিন ইন্ডিয়া জোটকে নিয়ে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই জোটে যারা রয়েছেন। তাদের তিনটে লক্ষ্য। প্রথম, পরিবার বাদ। নিজের পরিবারকে সুরক্ষিত রাখা। দ্বিতীয়ত, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এবং ইডি, সিবিআই যাতে তদন্ত করতে না পারে, তার চেষ্টা করা। তৃতীয়ত, তুষ্টিকরণের রাজনীতি। এই তিনের ওপর ভরসা করেই তারা এই জোট তৈরি করেছে।”

তবে এই প্রথম নয়, এর আগেও এই বিরোধী জোট তৈরি হওয়া থেকেই এই একই কথা বলে আসছেন শুভেন্দুবাবু। আবারও সেই বিষয়টিকে তুলে ধরে মোদীকে সরানোর জন্য যে বিরোধী জোট এত উদগ্রীব, তাদেরকেই চাপের মুখে ফেলে দিলেন তিনি। যা দেখে রীতিমতো উজ্জীবিত গেরুয়া শিবির।গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভ করে ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এটা যারা জোটবদ্ধ হয়েছেন, তারাও খুব ভালো করে জানেন। কিন্তু তবুও নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য তারা এই সমস্ত জোটের শরিক হয়েছেন।তবে সর্বভারতীয় বিজেপি নেতৃত্বকে এই জোটের পরিস্থিতি নিয়ে মোটেই চিন্তিত হতে হবে না। শুভেন্দু অধিকারীর মতো এক একজন নেতা থাকলে তারাই এই বিরোধী জোটকে কাবু করার জন্য যথেষ্ট।

পশ্চিমবঙ্গে এই জোটের যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গত বিধানসভা নির্বাচনে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে ক্ষমতাচ্যুত করার আগে আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করে জিতে আসুন। তারপরে বড় বড় কথা বলবেন বলেই চ্যালেঞ্জ পদ্ম শিবিরের।পর্যবেক্ষকদের মতে, বিজেপির কাছে সবার আগে দেশের উন্নয়ন। কিন্তু যারা সেই বিজেপিকে আটকাতে এক ছাতার তলায় আসার চেষ্টা করেছেন, তাদের নীতি নিয়েই প্রশ্ন রয়েছে। এক দলের সঙ্গে আর এক দল বিভিন্ন প্রদেশে যুদ্ধ করছে। ফলে তারা সর্বভারতীয় রাজনীতিতে এক ছাতার তলায় এলেও, আগামী দিনে যদি এই জোট ক্ষমতাতেও আসে, তাহলে দেশের প্রধানমন্ত্রী কে হবে, সেটা নিয়েই তাদের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে যাবে। ফলে ক্ষমতা নিয়ে এই বিরোধী জোটের মধ্যে যে লড়াই ভয়ংকর জায়গায় পৌঁছে যেতে পারে, তা খুব ভালো করেই জানেন সকলে। আর যারা পরিবারবাদ তোষণ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিতে চান, তারাই এই বিরোধী জোটকে ক্ষমতায় আনবেন বলেও দাবি বিজেপির।সেদিক থেকে শুভেন্দু অধিকারী একাই খেলা জমিয়ে দিলেন। বিরোধী জোট ইন্ডিয়াকে কটাক্ষ করে তিনি বুঝিয়ে দিলেন, মোদীকে চ্যালেঞ্জ করা দূরের কথা। আগে তার সঙ্গে লড়াই করে পেরে উঠুক এই বিরোধী জোট ইন্ডিয়ার নেতা-নেত্রীরা। বক্তব্যের মধ্যে দিয়ে, রাজনৈতিক কৌশলের দিক দিয়ে শুভেন্দু অধিকারী যে হিম্মতটা দেখাচ্ছেন, তাতে সেই বিরোধী জোটে থাকা অনেক তাবড় তাবড় নেতাও তার কাছে হেরে যাবেন। দিনের শেষে তেমনটাই দাবি রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!