এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > খুব কাছে আসছে ভোট, তবুও এখনো কমিটি গঠন হলো না , দলের অন্দরে বাড়ছে ক্ষোভ !

খুব কাছে আসছে ভোট, তবুও এখনো কমিটি গঠন হলো না , দলের অন্দরে বাড়ছে ক্ষোভ !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনে আসতে চলেছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। বিভিন্ন দল আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। কিন্তু আলিপুরদুয়ার জেলার সমস্ত ব্লকে এখনো শাসক দল তৃণমূলের পূর্ণাঙ্গ ব্লক কমিটি গঠন করা সম্ভব হয়নি। এদিকে বিজেপি এই জেলায় নিজের সংগঠনকে শক্তিশালী করার কাজে অনেক দূর এগিয়ে গেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভা করে গিয়েছেন এখানে। জোর তৎপরতা শুরু হয়ে গেছে বিজেপি শিবিরে। কিন্তু বেশ কিছু ব্লকে তৃণমূল এখনো ব্লক কমিটি ঘোষনা করতে পারে নি। একারণে, জেলা তৃণমূলের নিচু তলার বেশকিছু কর্মীর মনে হতাশা, ক্ষোভ ফুটে উঠেছে। তাঁরা প্রশ্ন করতে শুরু করেছেন যে, বিধানসভা ভোট সামনে এগিয়ে এসেছে। কিন্তু কেন এখনো ব্লক কমিটি গঠিত হলো না। এরমধ্যেই গতকাল রবিবার তৃণমূলের ফালাকাটা ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

প্রসঙ্গত আলিপুরদুয়ার জেলার কালচিনি, মাদারিহাট, আলিপুরদুয়ার ২ ব্লকের ব্লক কমিটি এখনও গঠিত হয়নি। কবে এই তিনটি ব্লক কমিটি ঘোষণা করা হবে? তা এখনো জানেন না, ব্লকের নিচু তলার তৃণমূল কর্মীরা। ক্রমশ ক্ষোভ বাড়ছে তৃণমূল কর্মীদের। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা অভিযোগ করেছেন যে, আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিজেপি প্রচন্ড ভাবে তৎপর হয়ে উঠেছে। একাধিক কর্মসূচি গ্রহণ করছে। এমনকি একাধিক রাজ্য বিজেপি নেতা এই জেলাতে এসেছেন, বিজেপির রাজ্য সভাপতিও এখানে এসেছেন। অথচ এখনও ব্লক কমিটি ঘোষণা করতে পারে নি তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গতকাল রবিবার তৃণমূলের ফালাকাটা পার্টি অফিসে ব্লক কমিটি ঘোষণা করা হলো। তৃণমূল নেতা সুভাষ রায়কে ব্লক সভাপতি পদে ঘোষণা করা হল। এই ব্লক কমিটিতে স্থান দেয়া হলো ৭৯ জনকে। বিশ্লেষকদের মতে, দলের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ রুখতে ও সবাইকে খুশি করতে চলতেই ফালাকাটায় বড় আকারের ব্লক কমিটি গঠন করল তৃণমূল। প্রসঙ্গত ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে দুবারের জন্য বিধায়ক হয়েছিলেন অনিল অধিকারী। তাঁর মৃত্যুর পর ফালাকাটা বিধায়কের পদটি এখনও শূন্য হয়ে আছে। বিধায়ক অনিল অধিকারীর সময় ফালাকাটায় যথেষ্ট উন্নয়ন হয়েছিল। তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে তৃণমূল। তাই, ফালাকাটা ব্লক কমিটিতে স্থান দেয়া হয়েছে তৃণমূলের প্রয়াত বিধায়ক অনিল অধিকারীর পুত্র জয়ন্ত অধিকারীকে। তাঁকে ব্লক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে গত ৫ ই অক্টোবর আলিপুরদুয়ারে তৃণমূলের জেলা কমিটি ও ব্লক সভাপতিদের নাম ঘোষিত হয়েছিল। এরপর আলিপুরদুয়ার ১, কুমারগ্রাম ব্লক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ফালাকাটা ব্লক কমিটি গঠিত হলো। কিন্তু কালচিনি, মাদারিহাট, আলিপুরদুয়ার ২ ব্লক কমিটি কবে গঠিত হবে তা এখনো জানা যায়নি। এ কারণেই এই ব্লক গুলিতে নিচুতলার কর্মীদের ক্ষোভ বাড়ছে। এ প্রসঙ্গে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানালেন যে, দলের কর্মীদের মধ্যে কোনো ক্ষোভ নেই। এসব কিছু সংবাদমাধ্যমের সাজানো। ব্লক কমিটি গঠন দেরিতে হলেও, তা নিয়ে কর্মীদের মধ্যে কোন ক্ষোভ বিক্ষোভ দেখা যায়নি। তিনি জানিয়েছেন যে, খুব তাড়াতাড়িই বাকি থাকা জেলার ব্লক কমিটিগুলি গঠন করা হবে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!