এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু শিবিরের রঙ কি শেষ পর্যন্ত গেরুয়াই? অধিকারী ঘনিষ্ঠ নেতাদের কোন পরিবর্তনে উঠছে ঝড়?

শুভেন্দু শিবিরের রঙ কি শেষ পর্যন্ত গেরুয়াই? অধিকারী ঘনিষ্ঠ নেতাদের কোন পরিবর্তনে উঠছে ঝড়?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতির অনেকটা ফোকাসই নিজের দিকে করে রেখেছেন শুভেন্দু অধিকারী। অন্যবার যেখানে রাজ্য রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কর্মসূচি নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসে, সেখানে এবারের একাই মাতিয়ে রেখেছেন মেদিনীপুরের বিধায়ক। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে তিনি সম্ভবত বুঝিয়ে দিতে চান, তিনি কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই একা সমস্ত ফোকাস ধরে রাখার ক্ষমতা রাখেন।

আজও সেই একই ঘটনা লক্ষ্য করা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ ক্ষুদিরাম বসুর ১৩১তম জন্মদিন। সেখানে ক্ষুদিরামের জন্মদিনে এদিন একাধিক কর্মূচিতে যোগ দিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। এদিন সকালে তিনি তমলুক থেকে বড়সড় মিছিল করে হ্যামিল্টন স্কুলের দিকে যাত্রা করেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে একাধিক সমর্থক ও ঘনিষ্ঠরা ছিলেন বলেও জানা যায়।

বস্তুত, এদিন তমলুকের হাসপাতাল মোড় থেকে শুভেন্দু অধিকারীর মিছিল যতই এগিয়েছে ততই জন সংযোগ বেড়েছে বলেই দেখা গেছে। সেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, প্রতিবারই এমন মিছিল হয়। ক্ষুদিরাম বসুর জন্মদিন পালনে তাঁর একাধিক সভা, কর্মসূচি রয়েছে বলেও জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে তিনি বিকেলে গড়বেতা যাচ্ছেন বলেও জানা গেছে। তবে তিনি এদিন হ্যামিল্টন স্কুলে পৌঁছে শহিদ ক্ষুদিরাম বসুকে স্মরণ করে তাঁর ১৩১ তম জন্মবার্ষিকীতে ‘বন্দোমাতরম’ ও ‘জয়হিন্দ’ স্লোগান তোলেন। যে স্লোগান তৃণমূলের সভার অতিপরিচিত অংশ। ফলে জল্পনা তৈরি হয় যে, তিনি তাহলে হয়তো দলে থাকছেন।

তবে এদিনের মিছিল থেকে সভা সমস্তটাই শুভেন্দু অধিকারী অরাজনৈতিকভাবে করেছেন বলে দাবি করা হলেও জল্পনা থেকেই গেছে। কারণ অন্যদিকে এদিনের মিছিলে তাঁকে যেমন দেশের পতাকা হাতে মিছিলে অংশ নিতে দেখা গেছে, তেমনই এদিনের মিছিলে তাঁর ঘনিষ্ঠ কনিষ্কের মুখে গেরুয়া মাস্ক ও কমলা টিকা দেখা যায়। তাই স্বভাবতই এই রঙ ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে বলেই জানা গেছে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!