এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > ভোটের বিজ্ঞপ্তি এখনও দূর অস্ত, তবুও রাজনৈতিক স্পর্শকাতর এলাকা নিয়ন্ত্রণে আনতে নামল র‌্যাফ!

ভোটের বিজ্ঞপ্তি এখনও দূর অস্ত, তবুও রাজনৈতিক স্পর্শকাতর এলাকা নিয়ন্ত্রণে আনতে নামল র‌্যাফ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি হয়নি। হাতে আরো কয়েক মাস রয়েছে। কিন্তু তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার চার থেকে পাঁচটি থানা এলাকায় রাজনৈতিক জমি দখলের লড়াই শুরু হয়ে গেল। জানা গেছে, গত দুইদিনে খেজুরি থেকে শুরু করে নন্দীগ্রাম, ভূপতিনগর সহ বেশ কিছু এলাকায় 30 টির বেশী বাড়ি ভাঙচুর করা হয়েছে রাজনৈতিক সংঘর্ষের কারণে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ প্রায় 10 জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ময়দানে নেমেছে পুলিশ। নামানো হয়েছে র‌্যাফ ।

স্বাভাবিক ভাবেই নির্বাচনের কয়েক মাস বাকি থাকার আগেই যদি পূর্ব মেদিনীপুর জেলায় এই ভাবে অশান্ত হতে শুরু করে, তাহলে নির্বাচন যত এগিয়ে আসবে, ততই পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই রাজনৈতিক সংঘর্ষ সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তবে কবে এলাকা শান্ত হবে, কিভাবে পুলিশ প্রশাসন এই এলাকাকে শান্ত করবে, এটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 27 নভেম্বর খেজুরি 2 ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস হামলা চালানোর অভিযোগ ওঠে। মঙ্গলবার খেজুরি 2 ব্লকের বোগা থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তার দু’ধারে বিজেপির পক্ষ থেকে পতাকা লাগানোর সময় তৃণমূলের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠতে শুরু করে। যেখানে আক্রান্ত হন বেশ কিছু বিজেপি কর্মী। আর এর পরিপ্রেক্ষিতেই গোটা ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ পর্যন্ত করা হয়।

পরবর্তীতে বিজেপির এই অবরোধ আটকাতে গেলে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে মঙ্গলবার রাতেই কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত বেশ কিছু এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। যেখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাদের কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দোকান এবং বাইক ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। আর এরপর থেকেই এলাকা শান্ত করতে পুলিশের পক্ষ থেকে নামানো হয়েছে র‍্যাফ।

এদিকে বুধবার নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূলের ওপর বিজেপির পক্ষ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। যেখানে বিজেপির হামলায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় বলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে শাসক দল। আর একের পর এক পূর্ব মেদিনীপুর জেলায় নির্বাচনের আগে এলাকায় দখলকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে এই সংঘর্ষ রীতিমত চিন্তা বাড়াচ্ছে পুলিশ প্রশাসনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ের সম্রাট শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে বাংলা জুড়ে। একাংশের মতে, শুভেন্দু অধিকারী যে পথে পা বাড়াবেন, পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের কর্মী সমর্থকরা সেই দিকেই যাবেন। আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা তীব্র থেকে, তীব্রতর হতে শুরু করেছে তখনও অশান্ত হতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা। তৃণমূল এবং বিজিপির সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে এলাকা, তখন আক্রান্ত হচ্ছেন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।

তাই এই পরিস্থিতিতে নির্বাচনের কয়েক মাস বাকি থাকার আগেই যদি পূর্ব মেদিনীপুর জেলা এইভাবে অশান্ত হতে শুরু করে, তাহলে এখানে নির্বাচনের সময় পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সকলেই বলছেন, এখন পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে এলাকার শান্তি রক্ষা করুন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!