এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নির্বাচন কমিশনের কাছে মুখ পুড়লো শুভেন্দুর, চওড়া হাসি তৃণমূলের

নির্বাচন কমিশনের কাছে মুখ পুড়লো শুভেন্দুর, চওড়া হাসি তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মুখ্যমন্ত্রীর নামে এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সিবিআই মামলা রয়েছে। আবার অসমে ৫ টি মামলাও রয়েছে মুখ্যমন্ত্রীর নামে। তিনি অভিযোগ করেন, নন্দীগ্রাম থেকে নমিনেশন জমা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, সেখানে তিনি হলফনামায় এই মামলাগুলির কথা উল্লেখ করেননি। তাই নন্দীগ্রাম থেকে তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারীর এই অভিযোগ শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

শুভেন্দু অধিকারী গতকাল অভিযোগ করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নমিনেশন জমা দিয়েছেন। যে বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে তাঁর। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে মামলাগুলি রয়েছে, সেই মামলাগুলির কথা হলফনামায় জানাননি তিনি। অর্থাৎ, তিনি তথ্য গোপন করেছেন। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পাঁচটি মামলা হয়েছে আসামে। আবার, একটি সিবিআই মামলাও হয়েছে। সবকিছু তিনি দায়িত্ব নিয়েই জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ারও নিদান দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারীর এই অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২০১৮ সালে একজন সরকারি কর্মীর নামে মামলা করেছিল সিবিআই, সেই কর্মীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন। আবার অসমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা রয়েছে বলে, যে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, তা ভিত্তিহীন বলেই নির্বাচন কমিশনের দাবি।

আবার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তথ্য গোপনের যে মামলা করেছেন, তার পদ্ধতিগত ত্রুটির কথাও উল্লেখ করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এরকম কোন অভিযোগ করতে গেলে উপযুক্ত প্রমান সহ রিটার্নিং অফিসারের কাছে হলফ নামা দিয়ে তা জানাতে হবে। কিন্তু, শুভেন্দু অধিকারী সে নিয়ম মেনে অভিযোগ দায়ের করেননি। শুভেন্দু অধিকারী চিঠি লিখে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তাই তাঁর এই অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে যথেষ্ট অস্বস্তিতে শুভেন্দু অধিকারী সহ বিজেপি শিবির। ঘটনায় উচ্ছ্বসিত রাজ্যের শাসক দল তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!