এখন পড়ছেন
হোম > রাজ্য > বিধানসভায় দাঁড়িয়ে অধ্যক্ষকে সতর্কবার্তা, একি বললেন রাজ্যপাল!

বিধানসভায় দাঁড়িয়ে অধ্যক্ষকে সতর্কবার্তা, একি বললেন রাজ্যপাল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের সঙ্গে রাজ্যপালের অস্বস্তি ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে জাতীয় ভোটার দিবসে বিধানসভায় এসে অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে তাকে সতর্ক করে দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। যেখানে অধ্যক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রাজ্যপালকে যা খুশি বলার অধিকার নেই বলে জানিয়ে দিলেন তিনি। স্বভাবতই একেবারে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালের এই ধরনের মন্তব্য যথেষ্ট চাপের মুখে ফেলে দিল রাজ্য সরকারকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ বিধানসভায় এসে বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল জাগদীপ ধনকার‌। আর তারপরেই অধ্যক্ষকে সতর্ক করে দেন তিনি। সাংবাদিক দের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “রাজ্যপালকে যা খুশি বলার অধিকার স্পিকারের নেই। তিনি মনে করেন, রাজ্যপাল সম্পর্কে যা খুশি বলার লাইসেন্স তার আছে।” একাংশ বলছেন, জাগদীপ ধনকার এই কথা বলে অধ্যক্ষকে সতর্ক করে দিলেন। বুঝিয়ে দিলেন, রাজ্যপালের বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!