এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলীয় বিধায়ককে কড়া আক্রমণ দিলীপ ঘোষের, জেনে নিন কারণ!

দলীয় বিধায়ককে কড়া আক্রমণ দিলীপ ঘোষের, জেনে নিন কারণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির মধ্যে অস্বস্তি ক্রমশ বাড়ছে। যত দিন যাচ্ছে, ততই গেরুয়া শিবিরে বিদ্রোহ ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই বঙ্গ বিজেপি অভিভাবকহীন বলে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন খড়্গপুরের বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আর এবার তার মন্তব্য প্রসঙ্গে পাল্টা উত্তর দিতে গিয়ে ঘুরিয়ে তাকেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। যেখানে নাম না করে হিরণ চট্টোপাধ্যায়কে মানসিক সমস্যা আছে বলে মন্তব্য করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দলের মধ্যে সব ব্যবস্থা আছে। বাকিদের কোনো অভিযোগ নেই। যারা এরকম মনে করছেন, তারা হয়ত সংগঠনের সঙ্গে নেই। তাই তাদের এমন মনে হচ্ছে। দিল্লি থেকে আরম্ভ করে অফজার্ভার থেকে এখানে আরম্ভ হয়েছে। কিছু লোকের মনে হচ্ছে যে তিনি পার্টির মধ্যে থেকেও একা। সেই হতাশা থেকে অনেকে কমেন্ট করছেন। দলের সিস্টেম যারা বুঝতে পারেননি, তাদের মধ্যে সমস্যা হচ্ছে। কেউ কেউ মনে করছেন তার যে জায়গা হওয়া উচিত, সেটা হয়নি। তাই তাদের একটু মানসিক সমস্যা আছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, নাম না করে দিলীপ ঘোষ হিরণ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যেই এই বার্তা দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিলেন যে, যথেষ্ট অসুবিধে হচ্ছে হিরণ চট্টোপাধ্যায়ের মত ব্যক্তিদের। আর সেই কারণেই তারা দলের উদ্দেশ্য এই ধরনের কথা বলছেন বলে ঘুরিয়ে বিজেপি বিধায়কের অস্বস্তি বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!