এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > যে কাজ মোদী এতোদিনেও পারেননি, তা মাত্র ১৫ মিনিটেই করে দেখাতেন তিনি! বিস্ফোরক দাবী রাহুলের!

যে কাজ মোদী এতোদিনেও পারেননি, তা মাত্র ১৫ মিনিটেই করে দেখাতেন তিনি! বিস্ফোরক দাবী রাহুলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চীন নিয়ে দীর্ঘদিন দেশজুড়ে চলছে জল্পনা। দেশের বেশ কয়েকটি মহল থেকে দাবি করা হচ্ছে, চীন ভারতের সীমান্তের বেশকিছু জায়গা অধিগ্রহণ করে নিয়েছে জোরজবরদস্তি। কিন্তু এ প্রসঙ্গে ভারত সরকার এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু স্বীকার করেনি। আর তাই নিয়েই এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আনলেন কংগ্রেসের রাহুল গান্ধী।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে বেশকিছু ঘটনা নিয়ে কোণঠাসা করতে শুরু করেছে দেশের বিরোধী দলগুলি। তার মধ্যে অন্যতম হলো চীন-ভারত সীমান্ত সমস্যা। এই নিয়ে মন্তব্য করতে গিয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, দেশে যদি ইউপিএ সরকার থাকতো তাহলে কোন মতেই চীন ভারতে এভাবে অধিকার জমাতে পারতনা। এদিন কৃষি বিলের বিরুদ্ধে অভিযান চালান রাহুল গান্ধী।

তিনি ট্রাক্টরে করে পাঞ্জাব থেকে হরিয়ানার কুরুক্ষেত্রে পৌঁছান। এবং সেখানের সভা থেকেই তিনি মন্তব্য করেন এ প্রসঙ্গে। তিনি জানিয়েছেন, চীন যেভাবে আমাদের দেশের ঢুকে আমাদের কুড়িজন সেনা জওয়ানকে হত্যা করেছে তাতে তিনি সম্পূর্ণরূপে দায়ভার চাপিয়েছেন মোদি সরকারের ওপর। তাঁর মতে, মোদি সরকার দেশকে কমজোর করে দিয়েছে। একই সাথে চীনের সাথে লাদাখ এবং অরুণাচল প্রদেশের সীমান্তে বিগত পাঁচ মাস ধরে সমস্যা বেড়ে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাহুল গান্ধী এদিন বলেন, ইউ পি এর শাসনকাল যদি থাকতো এই সময়, তাহলে চীন কখনোই ভারতের সীমান্তে এক পা রাখার সাহস দেখাতে পারত না। কারণ ইউপিএ সরকার চীনকে 15 মিনিটের মধ্যেই ছুঁড়ে ফেলে দিত বলে রাহুল গান্ধী দাবি করেন। অন্যদিকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রশ্ন রেখেছেন, যদি চীন ভারতে না ঢোকে তাহলে ভারতের কুড়ি জনকে কি করে হত্যা করল চীনের লাল বাহিনী?

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী বরাবরই বলে এসেছেন ভারতের কোন এলাকায় চিনা অনুপ্রবেশ ঘটেনি। রাহুল গান্ধী এদিন প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় দল বিজেপির দেশভক্ত কথাটিকে নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন। রাহুল গান্ধী এদিন জানিয়েছেন, দেশে ইউপিএ সরকার আসামাত্রই চীনের সাথে বোঝাপড়া করে নেওয়া হবে। শুধু তাই নয়, ভারতীয় সেনা এবং বিমানবাহিনী চীনকে অন্তত 100 কিলোমিটার পর্যন্ত পিছনে ফেলে দেবে বলে রাহুল গান্ধী এদিন দাবি করেছেন জনসমক্ষে।

চীন ভারত সীমান্ত সমস্যা এখন রীতিমতো জটিল আকার ধারণ করেছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একদিকে যুদ্ধংদেহী আবহ, অন্যদিকে ভারত এবং চীনের দফায় দফায় আলোচনা- দুইয়ের কোনোটিই এখনো পর্যন্ত ভারতবাসীকে কোনো সদুত্তর দিতে পারেনি বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় অন্যতম বিরোধী দল কংগ্রেস শিবিরের নেতা রাহুল গান্ধীর অভিযোগ যে অন্য মাত্রা যোগ করল, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!