এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিজেপির দিকে পা বাড়াতেই কি রুদ্রনীল ঘোষের রাজনৈতিক অবস্থান বড়সড় প্রশ্নের মুখে পরে গেল?

বিজেপির দিকে পা বাড়াতেই কি রুদ্রনীল ঘোষের রাজনৈতিক অবস্থান বড়সড় প্রশ্নের মুখে পরে গেল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাধিকবার দলীয় মনোভাব তথা প্ল্যাটফর্ম বদল করতে দেখা গেছে টলিউডের বিখ্যাত অভিনেতা রুদ্রনীল ঘোষকে। প্রথম দিকে তিনি বাম দলের সমর্থক ছিলেন, এরপর বাম শাসনের অবসান ঘটতেই তাঁকে তৃণমূলের সমর্থক হতে দেখা গেছে। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। সম্প্রতি তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। অনেকে বলছেন যে, তাঁর বিজেপিতে যোগদান কেবলমাত্র সময়ের অপেক্ষা। তবে, তিনি বিজেপিতে এলে, সেখানে তিনি কতদিন থাকবেন? স্থায়ী হবেন কিনা? তা নিয়ে প্রশ্ন তুললেন তাঁর একসময়ের অনুচর।

অভিনেতা রুদ্রনীল ঘোষ যেকোনো সময় বিজেপিতে যোগদান করতে পারেন, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিপূর্বে, তিনি বলেছিলেন যে, বিজেপি যে সমস্যাগুলোর দিকে আঙ্গুল তুলেছে, সেগুলো তিনি অস্বীকার করতে পারছেন না। এরপর তাঁর জন্মদিনে তাঁর বাড়িতে উপস্থিত হতে দেখা গিয়েছিল জনৈক বিজেপি নেতাকে। এক জন্মদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ ও ফটো তুলেছিলেন তিনি। এমনকি ২৩ সে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি সেলফি তোলেন। সবকিছু নিয়েই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র হয়ে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। গুরুত্বপূর্ণ সরকারি পদেও এসেছিলেন তিনি। যে পদের বেতন ও অন্যান্য সুবিধা ছিল নজরকাড়া। এবার তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে বক্তব্য রাখলেন তাঁর অভিনয় জগতের একসময়ের সতীর্থ অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় পূর্বেই বিজেপিতে যোগদান করেছেন। রুদ্রনীল ঘোষ প্রথমে বাম সমর্থক, পরবর্তীকালে তৃণমূল সমর্থক, তাঁর আদর্শগত অস্থিরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, রুদ্রনীল ঘোষ মনে করছেন যে, বিজেপিতে এলে তিনি কাজ করতে পারবেন। কিন্তু ছয় মাস পরে তাঁর এমনও মনে হতে পারে যে, এখানে থেকে তিনি কাজ করতে পারছেন না। তাই, বিজেপিতে এলে কতদিন তিনি বিজেপিতে থাকবেন? তা নিয়ে প্রশ্ন উঠছেই। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজেপিতে কেউ যে আদর্শ থেকেই আসুন না কেন, তাঁকে বিজেপির আদর্শের সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে হবে। বিজেপির আদর্শের সঙ্গে মিলেমিশে যেতে পারবেন যিনি, তিনি দলে থেকে যাবেন। যিনি এক হতে পারবেন না আদর্শের সঙ্গে, তাঁর দলে থাকা নিয়ে সংশয় তৈরি হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!