এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে জল্পনা বাড়ালেন মুকুল রায়

অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে জল্পনা বাড়ালেন মুকুল রায়


এক সর্বভারতীয় সংবাদপত্রের বাংলা সংস্করণে বিস্ফোরক ভাবে দাবি করা হয়েছে সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায় নাকি ইঙ্গিত দিয়েছেন যে গুজরাটের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলেই রাজ্যের রাজনৈতিক মানচিত্রই নাকি বদলে যাবে, শাসক-বিরোধী নির্বিশেষে নাকি বড় বড় উইকেট পড়বে। ওই সংবাদপত্রের সাংবাদিকের এরপর প্রশ্ন ছিল তাহলে কি অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন। সরাসরি জবাব না দিয়ে মুকুল বাবু ধোঁয়াশা বাড়িয়ে নাকি উত্তর দিয়েছেন, অধীর চৌধুরী আমার ভালো বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক।
তবে এই দুই নেতার বিজেপিতে যোগদান নিয়ে সরাসরি মুখ খোলেননি মুকুল বাবু, তিনি বলেছেন, গুজরাট নির্বাচনের ফল ঘোষণা হবে ১৮ তারিখ, তারপর বাংলার রাজনীতির ভূগোল বদলে যাবে, বিরোধীদের অনেক বড় বড় উইকেট পড়বে। পশ্চিম মেদিনীপুরে আনিসুর রহমানও কিন্তু বড় নাম, আগামী দিনে এমন অনেক নামই আসবে। গুজরাটের ফলটা আগে প্রকাশ হোক। এমনকি বিজেপিতে অন্য রাজনৈতিক নেতাদের যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে মুকুলবাবু রহস্য বাড়িয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যার প্রসঙ্গও উত্থাপন করেছেন বলে ওই সংবাদপত্রের দাবি। মুকুলবাবু নাকি রহস্যময়ভাবে বলেছেন, কি হবে নজরদারি কমিটি গড়ে? কি শাস্তি দেবে? বিধায়ক পদ কেড়ে নিতে পারবে? তাছাড়া বালুর (খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক) মেয়েই তো আছে, ওর নাম মিষ্টি, খুব ভালো মেয়ে, যাদবপুরে পড়ায়। তবে কারোরই বিজেপিতে যোগদান প্রসঙ্গে সরাসরি মুখ খোলেননি তিনি শুধু ‘ইঙ্গিতপূর্ণ’ হাসি হেসে ১৮ তারিখের অপেক্ষা করতে বলেছেন বলে ওই সংবাদপত্রের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!