এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংগঠনে বড় পদ পেতে যাচ্ছেন মুকুল? ভরা সভায় অমিতের মন্তব্য ঘিরে জোর জল্পনা

সংগঠনে বড় পদ পেতে যাচ্ছেন মুকুল? ভরা সভায় অমিতের মন্তব্য ঘিরে জোর জল্পনা


এ বার সংগঠনে বড় পদ পেতে পারেন মুকুল রায়, শুধু বঙ্গ বিজেপি নয়, তৃণমূল সমেত বঙ্গ রাজনীতির অন্দরেও এখন জোর চর্চা এটাই।এ বার সংগঠনে বড় পদ পেতে পারেন মুকুল রায় ? শুধু বঙ্গ বিজেপি নয়, তৃণমূল সমেত বঙ্গ রাজনীতির অন্দরেও এখন জোর চর্চা এটাই। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনেক দিনই হলো। কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে কোনো বড়সড় পদ পাননি বঙ্গ রাজনীতির চাণক্য ,আর যা ঘিরেই কম কটাক্ষ সহ্য করতে হয়নি মুকুলবাবুকে। কটাক্ষ ধেয়ে এসেছে পুরানো দল তৃণমূল থেকেও। বার বার জল্পনা ছড়িয়েছে যে এবার বিজেপিতে বড়সড় পদ পেতে চলেছেন মুকুলবাবু। কিন্তু না শিকে ছেঁড়েনি মুকুল রায়ের ভাগ্যে।

 

তবে এবার ব্যাপারটা আলাদা। জানা যাচ্ছে শহিদ মিনারের মঞ্চ থেকেই এদিন বিজেপির সভা থেকে অমিত শাহ বড়সড় সার্টিফিকেট দিয়েছেন মুকুল রায়কে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির প্রাক্তন সভাপতি জনসভাতেই বলেছেন, মুকুল রায় এমন নেতা যিনি লোকসভা ভোটের সময়ে দলের আহ্বায়ক পদে থাকায় বাংলায় ১৮ টি আসন জিতেছে দল। বিজেপির বড়সড় লক্ষ্য যে বাংলা দখল করা আর তার জন্য বিধানসভা নির্বাচন জেতা তা আর বলার অপেক্ষা রাখে না।সুতরাং সেই বিধানসভা ভোটে জিততে গেলে এখন থেকেই মাঠে জোরতার দিয়ে নামতে হবে, সুতরাং দ্বায়িত্ব এখন থেকেই ভাগ করে দিতে হবে বড়সড় নেতাদের। আর তাই জল্পনা ছড়িয়েছে যে বিজেপিতে বড়সড় পদ পেতে চলেছেন মুকুলবাবু।

 

লোকসভা ভোটের সময়ে তাঁকে যে আহ্বায়ক করা হয়েছিল, সেটিও তথাকথিত সাংগঠনিক পদ নয় বা পুরভোট পরিচালনার জন্য বাংলায় বিজেপি যে কমিটি গড়েছে তার মাথায় দিলীপ ঘোষ থাকলেও আহ্বায়ক করা হয়েছে মুকুল রায়কেও যদিও কোনো মতেই সাংগঠনিক পদ নয়। তবে ? সূত্র বলছে ,বাংলা বিজেপিতে নয়, মুকুলবাবু পদ পেতে পারেন সর্বভারতীয় সংগঠনে। কেননা বঙ্গ বিজেপির অন্দরে মুকুল রায়কে নিয়ে যার যা ভাবনা থাকুক না কেন দিল্লিতে তার গুরুত্ত্ব অনেকাংশেই বেশি। তাঁর সম্পর্কে আলাদা মত পোষণ করেন নেতৃত্বরা।

যদিও এই নিয়ে দিলীপবাবুর দাবি ,’দলের নতুন রাজ্য কমিটির ব্যাপারে শুধু জানি। খুব শিগগির দিল্লি থেকে তা ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সংগঠনের ব্যাপারে সর্বভারতীয় স্তরের নেতারা বলতে পারবেন’। মুকুলবাবু বলেন, ‘কাকে কী পদ দেওয়া হবে সেটা দলের শীর্ষ নেতৃত্বের অগ্রাধিকারের বিষয়। সুতরাং, এ নিয়ে কোনও মন্তব্য করা আমার এক্তিয়ার বহির্ভূত’।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে, কোন ধরণের পদ পেতে পারেন তিনি। পদ পাচ্ছেন এই নিয়ে একপ্রস্ত আত্মবিস্বাসী মুকুল পন্থীরা। কেননা রবিবার রাতে নিউটাউনের এক অভিজাত হোটেলে বসে অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখ নেতারা দীর্ঘ আলোচনা করেন। সেখানেও ঠিক হয়, একুশের ভোট পর্যন্ত দলের কৌশল নির্ধারণে মুকুলবাবুর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।আর তার পরই বিজেপিতে জল্পনা ছড়িয়েছে বড়সড় পদ পাচ্ছেন মুকুল রায়।

এখন প্রশ্ন হল, কী ধরনের পদ পেতে পারেন মুকুলবাবু? কেননা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ রাজ্যসভার দুই মেয়াদের সাংসদ ও স্বল্প মেয়াদি কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী ও পরে রেলমন্ত্রী ছিলেন সেদিক থেকে চিন্তা করেই তাঁকে বড়সড় কোনো পদ দেওয়া হতে পারে বলেও ধারণ অনেকের। তবে এখন কোন পদ পান সে নিয়েই জল্পনা তুঙ্গে। তবে যদি মুকুল রায় বড়সড় কোনো পদ পান তাহলে অবসসই চিন্তা বাড়বে তৃণমূলের বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!