এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর প্রাক্তন সৈনিককে দলে নিয়ে বড় ‘ধামাকা’ মুকুল রায়ের

মুখ্যমন্ত্রীর প্রাক্তন সৈনিককে দলে নিয়ে বড় ‘ধামাকা’ মুকুল রায়ের


রাজ্য-রাজনীতিতে একের পর এক ‘ধামাকা’ দিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়। বর্তমানে তিনি সবং উপনির্বাচন উপলক্ষে সেখানে মাটি কামড়ে পরে থেকে প্রচার চালাচ্ছেন, তার ফাঁকেই কিছুদিন আগেই তিনি পাঁশকুড়ার ‘প্রাক্তন’ পুরসভার চেয়ারম্যান আনিসুর রহমানকে বিজেপিতে যোগদান করান। আর এবার রাজ্য-রাজনীতিকে রীতিমত চমকে দিয়ে তাঁর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন আমলা দীপক ঘোষ। কিন্তু কে এই দীপক ঘোষ? কেনই বা তার জন্য রাজ্য-রাজনীতিতে শোরগোল পরে গেল? একনজরে দেখে নেওয়া যাক –

১. দীপক ঘোষ মেদিনীপুরের প্রাক্তন জেলাশাসক
২. তাঁকে একদশক আগে দলীয় টিকিটে মেদিনীপুর থেকেই প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৩. পরে তৃণমূল কংগ্রেস ছেড়ে রাজনৈতিক সন্ন্যাস নেন তিনি
৪. কিন্তু সেই অবসর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা ব্যক্তিগত বইয়ে এমন এক ‘বিশেষ’ তথ্য তুলে ধরেন যার ফলে রাজ্য-রাজনীতিতে রীতিমত আলোড়ন পরে গিয়েছিল

হঠাৎ করে রাজনৈতিক সন্ন্যাস ছেড়ে আবার কেন ফিরে এলেন রাজনীতির আঙ্গিনায়, সে প্রসঙ্গে জানাতে গিয়ে দীপকবাবু জানান, রাজ্যে পরিবর্তনের পরিবর্তন প্রয়োজন। যে লক্ষ্যে বাংলায় পরিবর্তন আনা হয়েছিল, সেই লক্ষ্য থেকে সরে গিয়েছে মা-মাটি-মানুষের সরকার। তাই তৃণমূলের বিকল্প হিসেবে বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করতেই এই সিদ্ধান্ত। আর দীপকবাবুর বিজেপিতে যোগদান প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুকুল রায় বলেন, ‘অপেক্ষা করুন, তৃণমূলের হাল কি হয়, তা আপনারা দেখতে পাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!