এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর পরেই বড় ভাঙ্গন ধরালেন মুকুল রায়, পাল্লা ভারী বিজেপির

পুজোর পরেই বড় ভাঙ্গন ধরালেন মুকুল রায়, পাল্লা ভারী বিজেপির


বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় ১ বছর হলো। আর আসার পরেই পঞ্চায়েত ভোটে দেখিয়ে দিয়েছেন যে তিনি মুকুল রায়। তিনি চাণক্য। তাঁর হাত ধরে পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বিজেপি এ রাজ্যে তাদের ক্ষমতা জানান দিয়েছিল। ভোটে শাসকদল সংখ্যাগরিষ্ঠতায় সার্বিকভাবে এগিয়ে থাকলেও বিজেপিও গুটি গুটি পায়ে এগিয়েছে। এমনকি বেশ কয়েকটি তৃণমূল শক্তিধর এলাকাতেই টেক্কা দিয়েছে জোড়াফুলকে।

কংগ্রেস,বামফ্রন্টের মতো বিরোধী রাজনৈতিক দলকে পিছনে ফেলে গেরুয়া ঝান্ডা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। হঠাৎ করে তৃনমূল শাসিত বাংলায় বিজেপির শক্তি বাড়তে দেখে রাতে ঘুম উড়েছিল তৃনমূলের। তবে পঞ্চায়েত বোর্ড গঠন পর্বেই বিজেপিকে ক্ষমতা বুঝিয়েছে তৃণমূল। পঞ্চায়েতে বিজেপির টিকিটে জয়ী প্রার্থীদেরই দেখা গিয়েছে দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে। এরকম নজির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা রাজ্যে।

তবে তৃণমূলের ফর্মুলাতেই তৃণমূলকে এবার নিজেদের দাপট বুঝিয়ে দিল পদ্মশিবির। সঙ্গে বিরোধীরাও দেখল বিজেপির সংগঠনের নমুনা। লোকসভা ভোটের দ্বায়িত্ব মুকুল রায়কে দিয়ে অমিত শাহ ও নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা আপাতত মুকুল রায়ের উপরেই ভরসা রাখছেন। তবে জল্পনা ছড়িয়েছিলো যে মুকুল রায় দ্বায়িত্ব পাওয়ায় লোকসভা ভোটের আগেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আবহাওয়া উত্তপ্ত হচ্ছে রাজ্যবিজেপিতে। এমতাবস্থায় সংগঠনের শক্তিবৃদ্ধি নিঃসন্দেহে সেই গোষ্ঠীদ্বন্দ্বে মুখে ছাই দিল। খুশি হাওয়া পদ্মশিবিরে।

 

পুজোর পরেই বড় ভাঙ্গন ধরালেন মুকুল রায়, পাল্লা ভারী বিজেপির। আজ বিজেপির প্রার্থী অফিসে পশ্চিমবঙ্গের বিগ বাজারের বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা বিজেপিতে যোগদান করল এবং হাবড়া থেকে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস থেকে ৩০ জন কর্মী তাদের সমর্থকদের নিয়ে বিজেপি অফিসে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন।

 

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

 

বিস্তারিত আসছে। ……….

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!