এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে ধর্মঘটে কতটা বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন?

দেশজুড়ে ধর্মঘটে কতটা বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দেশজুড়ে ধর্মঘট ডেকেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি, জিএসটি ব্যবস্থা, ই ওয়েবিল সহ একাধিক ইস্যুতে তারা এই ধর্মঘট ডেকেছে। তাই একদিকে যেমন দোকানপাট বন্ধ থাকবে, অন্যদিকে তেমনি পণ্যবাহী গাড়ি সহ পরিবহন ব্যবস্থায় প্ৰভাব পড়বে। তাদের এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। এই সংগঠনের পক্ষ থেকে আজ চাক্কা জ্যামের ডাক দেওয়া হলো।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যের সমস্ত পরিবহন সংগঠন তাদের এই ধর্মঘটকে সমর্থন করেছে। দেশ জুড়ে প্রায় দেড় হাজার স্থানে অবস্থান চলবে আজ। দেশের বহু স্থানে দোকানপাট বন্ধ থাকবে। ৪০ হাজার ব্যবসায়ী এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বহু ছোট ব্যবসায়ী, হকার প্রমূখরাও এই বন্ধে যোগদান করেছেন। আজকের বনধে একদিকে যেমন পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হবার সম্ভাবনা আছে। তেমনি একাধিক স্থানে বাজার, দোকান বন্ধ থাকবে। তবে এখনো পর্যন্ত বনধের তেমন প্রভাব চোখে পড়ছে না। বেশ কিছু স্থানে বাজার আংশিকভাবে বন্ধ দেখা যাচ্ছে।

আবার, এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে ব্যাংক, অত্যাবশ্যকীয় পরিষেবাকে। ওষুধের দোকান, দুধ, সবজি বাজার বনধের আওতার বাইরে রয়েছে। অন্যদিকে, আজ এই বনধের ফলে জিএসটি সংক্রান্ত লেনদেনে ও কেনা-বেচার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তবে, এখনো পর্যন্ত বনধের তেমন প্রভাব চোখে পড়ছে না। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনধের প্রভাব বাড়তে পারে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!