এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের প্রতি মানভঞ্জনে বড়সড় পদপ্রাপ্তি একসময়ের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের

দলের প্রতি মানভঞ্জনে বড়সড় পদপ্রাপ্তি একসময়ের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাস দুয়েক আগে পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন। আসানসোলের প্রতি বঞ্চনার অভিযোগ করেন। এরপর পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দেন। সেসময় তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র আকার ধারণ করেছিল। তবে, বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশের আপত্তিতে তাঁর বিজেপিতে যোগদান করা সম্ভব হয় নি। আবার তাঁর প্রত্যাবর্তন ঘটেছিল দলে। এবার, তৃণমূলের বড়সড় পদ পেলেন তিনি। তাঁকে করা হল তৃণমূলের জাতীয় মুখপাত্র।

দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পর পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের জল্পনা একসময় তীব্র হয়ে উঠেছিল। তবে, তাঁকে বিজেপিতে নিতে আপত্তি করেন দলের বেশ কিছু নেতৃত্ব। এরপর আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন জিতেন্দ্র তিওয়ারি। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইবার কথা তিনি ঘোষণা করেছিলেন। অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করে নিজের ভুল স্বীকারও করে নিয়েছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বেশ কিছু সময় তিনি দলে প্রায় ব্রাত্যই ছিলেন। তবুও তৃণমূলের পক্ষ থেকে একাধিক গণমাধ্যমে নানা বক্তব্য, যুক্তি রাখতে, যুক্তি খন্ডন করতে দেখা যাচ্ছিল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে। এবার তাঁকে তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হলো। দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেও দল না ছাড়ার কারণে ও দলে ফিরে আসার কারণে এবার দলের কাছে বিশেষ সম্মান পেলেন তিনি।

দলের এই গুরুদায়িত্ব পাওয়ার পর যথেষ্ট আনন্দিত জিতেন্দ্র তিওয়ারি। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, দলের কাছে তিনি কৃতজ্ঞ, নিজের যোগ্যতা প্রমানের চেষ্টার কোন খামতি রাখবেন না তিনি। তাঁর এই বিশেষ পদলাভের পর থেকে তৃণমূলের হয়ে জাতীয় গণমাধ্যমে বক্তব্য রাখতে দেখা যাবে পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!