এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি সাংসদ সৌমিত্র সহ দলের একাধিক নেতার বিরুদ্ধে ফের বড়সড় অভিযোগ উঠলো, জেনে নিন

বিজেপি সাংসদ সৌমিত্র সহ দলের একাধিক নেতার বিরুদ্ধে ফের বড়সড় অভিযোগ উঠলো, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসে অতিষ্ঠ হয়েছে জনজীবন। সেই মার্চ মাস থেকে শুরু হওয়া এই ভাইরাসের দাপটের কারণে এখনও পর্যন্ত সামাজিক দূরত্ব মাস্ক পরে বাইরে বের হতে হচ্ছে জনসাধারণকে। তবে ভয়াবহ ভাইরাস যখন দাপট চালাচ্ছে, তখন রাজনৈতিক দলগুলো নানা সভা-সমিতি করতে শুরু করে দিয়েছে। যার ফলে জনসাধারনের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি রাজনৈতিক নেতাদের কাছে সবথেকে বড় লক্ষ্য ক্ষমতা দখল?

মানুষের সুরক্ষা তাদের কাছে বড় ব্যাপার নয়! তৃণমূল থেকে বিজেপি প্রতিটি রাজনৈতিক দলের কাছেই এখন সভা-সমিতি সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক দূরত্ব পালন করতে দেখা যাচ্ছে না। আর এবার করোনা ভাইরাসের আবহকালে মাস্ক না পড়া এবং সামাজিক দূরত্ব পালন না করার অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। যেখানে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, এদিন বিষ্ণুপুর স্টেডিয়াম থেকে একটি মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। যা রসিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। আর সেখানেই বক্তব্য রাখেন বিজেপির জেলা এবং রাজ্য স্তরের নেতারা। জানা গেছে, এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু সহ অন্যান্যরা। কিন্তু এই অনুষ্ঠানে যেভাবে বিন্দুমাত্র সামাজিক দূরত্ব পালন করা হল না, এখন তা নিয়েই প্রশ্ন তুলে সৌমিত্র খাঁকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, এই করোনা ভাইরাসের আবহকালে রাজনৈতিক দলগুলো ময়দানে নেমে যদি বিন্দুমাত্র সামাজিক দূরত্ব পালন না করে, তা নিয়ে যেমন জনসাধারণের মনে প্রশ্ন তৈরি হয়, ঠিক তেমনই যে রাজনৈতিক দল স্বাস্থ্যবিধি মানছে না, তাদেরকে কটাক্ষ করতে ময়দানে নেমে পড়ে বিরোধী রাজনৈতিক দলগুলো। যার ফলে করোনা আবহের সময়কালে মানুষের পাশে দাঁড়ানো তো দূর অস্ত, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থসিদ্ধি করতেই সবথেকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বাঁকুড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল বলেন, “করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলাই কাম্য। কেউ যদি জোর করে স্বাস্থ্যবিধি ভাঙতে চায়, তাহলে তার ফল ভুগতে হবে সাধারণ মানুষকে। প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত ছিল।” যদিও বা তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। কিন্তু কেন তারা এই ভাবে স্বাস্থ্যবিধি না মেনে কর্মসূচিতে শামিল হলেন?

এদিন এই প্রসঙ্গে পাল্টা যুক্তি দেন রাজ্য বিজেপি নেতা  সায়ন্তন বসু। তিনি  বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ লকডাউনে যেভাবে দলবল নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়িয়েছেন, আমরা তাকে অনুসরণ করছি। তিনি আমাদের অনুপ্রেরণা।” সব মিলিয়ে করোনা আবহের সময়কালে বাঁকুড়ায় বিজেপির কর্মসূচি ঘিরে এবার তৃণমূল-বিজেপি তরজা চরম আকার ধারণ করল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!