এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আশঙ্কায় উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে অনুপস্হিত রইলেন আরেক হেভিওয়েট মন্ত্রী

করোনা আশঙ্কায় উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে অনুপস্হিত রইলেন আরেক হেভিওয়েট মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে আসছে একুশের বিধানসভা নির্বাচন। আর তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে সম্প্রতি পৌঁছেছেন উত্তরবঙ্গে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক চলার পর এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ নর্মালে উত্তরকন্যা পৌঁছেছেন।সেখানে মুখ্যমন্ত্রী জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিওদের নিয়ে প্রশাসনিক বৈঠক করতে বসে ছিলেন। অন্যদিকে এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের।

কিন্তু যেদিন বৈঠকে থাকার কথা, সে দিনই সকালে রবীন্দ্রনাথ ঘোষ হয়ে পড়েন চূড়ান্ত অসুস্থ। সাথে সাথেই তিনি কোচবিহারে ফিরে আসেন বলে জানা গেছে। বর্তমানে তিনি কোচবিহারে নিজের বাড়িতে রয়েছেন। সম্প্রতি তাঁর করোনা পরীক্ষা হয়েছে তবে সেই পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে খবর। প্রশাসনিক বৈঠকে না থাকার কারণে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছে জবাবদিহি চাইলে তিনি জানান, শারীরিক দুর্বলতা অনুভব করার কারণেই তিনি শিলিগুড়িতে গিয়েও উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি প্রথম থেকেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। নতুন করে সমস্যা তৈরি হওয়ায় তিনি আর কোনো রকম ঝুঁকি নেননি। তিনি জানিয়েছেন, তিনি এবং তাঁর পরিবারের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পরীক্ষার রেজাল্ট হাতে আসেনি। রাজ্যজুড়ে এখনো করোনার আশঙ্কা বিন্দুমাত্র কমেনি। যদি স্বাস্থ্যমহলের দাবি, সুস্থতার হার বাড়ছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে করোনা পরিস্থিতি আবারও আগের মতন হয়ে যাচ্ছে।

অন্যদিকে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্তাব্যক্তিরাও এখন করোনা আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই তৃণমূল শিবিরের প্রচুর হেভিওয়েট নেতা করোনা আক্রান্ত হয়েছেন এবং তাঁদের মধ্যে কেউ কেউ মারাও গেছেন। সবদিক বুঝেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আগে থেকেই সাবধানতা অবলম্বন করেছেন বলে মনে করা হচ্ছে। তবে একুশের বিধানসভা নির্বাচনের উত্তরবঙ্গের এই প্রশাসনিক বৈঠক অত্যন্ত উল্লেখযোগ্য বলে দাবী ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!