এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি বিধায়কের দলবিরোধী বক্তব্যে উচ্ছসিত ঘাসফুল শিবির, বিশেষ বার্তা রাজ্যের মন্ত্রীর

বিজেপি বিধায়কের দলবিরোধী বক্তব্যে উচ্ছসিত ঘাসফুল শিবির, বিশেষ বার্তা রাজ্যের মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরভোটের প্রাকলগ্নে দলের বিরুদ্ধে একেরপর এক বিস্ফোরক বক্তব্য রাখলেন ত্রিপুরার বিক্ষুব্ধ বিজেপির বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব হলেন প্যারাট্রুপ লিডার। তাঁকে মানসিক বিকারগ্রস্ত বলেও তিনি কটাক্ষ করলেন। তিনি জানান, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, তার কোনোটাই বাস্তবায়িত করা হয়নি।

দলের বিরুদ্ধে তাঁর একাধিক বক্তব্যের পর এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানালেন, ত্রিপুরার একজন অভিজ্ঞ বিজেপি বিধায়ক যা বলেছেন, তাকে স্বাগত জানাচ্ছে তৃণমূল। এতদিন ধরে তৃণমূল যেসব কথা বলে আসছিল, আজ সুদীপ রায় বর্মন সেকথাই বলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন, বিরোধী দলের ওপর মিথ্যা মামলা না দিয়ে, ঢিল না ছুঁড়ে, সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, যদি সাহস থাকে তবে সুদীপ রায় বর্মনকে বহিস্কার করে দেখাক বিজেপি। তাহলে তিনি বুঝবেন যে, বিজেপির মুরোদ আছে। তিনি জানালেন, ত্রিপুরা রাজ্য বিজেপিকে নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব অস্থির ও দিশেহারা হয়ে পরেছে।

এভাবেই ত্রিপুরার বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যকে ঢাল করে বিজেপির বিরুদ্ধে বড়রকম অস্ত্র পেয়ে গেল তৃণমূল পুর ভোটের ঠিক আগে। সুদীপ রায় বর্মনের এমন বক্তব্য বড়ো রকম বিপাকে ফেলে দিতে পারে বিজেপিকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!