এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > শক্তিশালী গড়েও ধুলিস্যাৎ কংগ্রেস, হারানো জমি ফিরে পেতে বিশেষ পদক্ষেপ প্রদেশ কংগ্রেস সভাপতির

শক্তিশালী গড়েও ধুলিস্যাৎ কংগ্রেস, হারানো জমি ফিরে পেতে বিশেষ পদক্ষেপ প্রদেশ কংগ্রেস সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয় ঘটেছে। কংগ্রেসের শক্তিশালী গড় বলে পরিচিত মালদহ, মুর্শিদাবাদ জেলাতেও খাতা খুলতে পারেনি কংগ্রেস। অধিকাংশ আসন গেছে তৃণমূলের ঝুলিতে মুর্শিদাবাদ জেলায়। আবার বহরমপুর আসনটি বিজেপির দখলে এসেছে। তাই এবার কংগ্রেসের হারানো জমি দখলে সচেষ্ট হলেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী দেয়ার ব্যাপারেও সম্মতির কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু বিপদের দিনে নিজের গড়ে কংগ্রেসকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিলেন অধীর চৌধুরী। মানুষের পাশে থেকে মানুষের মনজয় করার বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলাতে দুটি আসনে উপনির্বাচন রয়েছে। ১৮ টি আসন দখল করেছে তৃণমূল, ২ টি আসন দখল করেছে বিজেপি। যার মধ্যে একটি হল বহরমপুর। গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দি, বড়ঞা , বহরমপুরে কংগ্রেস এগিয়ে গিয়েছিল। কিন্তু এবার এই আসন গুলির মধ্যে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই, এবার মানুষের মন জয় করতে বিশেষভাবে উদ্যোগ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর মেডিকেল কলেজের রোগীদের পরিবার-পরিজনের হাতে খাবার তুলে দিলেন তিনি। আবার, নওদাতে গিয়ে রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেছেন তিনি। আবার গতকাল সকালে বহরমপুরের রাস্তায় বহু মানুষের হাতে মাস্ক-স্যানিটাইজার বিতরণ করলেন তিনি। এ ছাড়া বহু মানুষকে সবজি বিতরণ করলেন।

তবে এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কংগ্রেস কর্মীরা অনেকদিন ধরেই এই ধরনের কাজ করে আসছেন। তিনি মনে করেছেন, এবার তিনিও একাজে অংশগ্রহণ করবেন। কারণ এখনো করোনা দূর হয়নি রাজ্য থেকে। এভাবেই জনতার মন জয় করে হারানো জমি ফিরে পেতে বিশেষ পদক্ষেপ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে বিধানসভার উপ নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই তিনি এই ধরনের পদক্ষেপ নিয়েছেন বলে, মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!