এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের পরেই কংগ্রেসের পাঁচ বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূলে? জল্পনা বাড়ালেন মন্ত্রী

পঞ্চায়েতের পরেই কংগ্রেসের পাঁচ বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূলে? জল্পনা বাড়ালেন মন্ত্রী

একদিকে যখন রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে পারদ চড়ছে তখন কংগ্রেসের ভাঙন নিয়ে মুখ খুলে জল্পনা বাড়ালেন স্বয়ং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এক-দুজন নন, শুভেন্দুবাবুর দাবি পঞ্চায়েত নির্বাচন মিটলেই পাঁচ-পাঁচজন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। বেলডাঙা থানার ভাবতা কলেজ মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গত এক সপ্তাহে অধীরবাবুর দলের পাঁচজন বিধায়ক আমার সঙ্গে কথা বলে এসেছেন। রমজান মাস কাটিয়ে তাঁরা আমাদের দলে যোগ দেবেন। তাঁরা স্পষ্ট বলেছেন আর কংগ্রেস করব না। ফলে রমজান মাসের পর অধীরবাবুর জেলায় কংগ্রেসের আর কোনও বিধায়ক থাকবেন না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি শুভেন্দু অধিকারীর প্রকাশ্যে এই ঘোষণার পরে রীতিমত শোরগোল পরে গেছে রাজ্য-রাজনীতিতে। কোন পাঁচজন কংগ্রেস বিধায়কের কথা বলছেন তিনি তা অবশ্য খোলসা করেননি। শুভেন্দুবাবু এদিন বলেন, আমি কাজ করে দেখাতে ভালোবাসি। আগাম জানিয়ে দিয়ে গেলাম। ক্ষমতা থাকলে অধীরবাবু রুখে দেখান। অধীরবাবু খুব বড় বড় কথা বলছেন। আমরা নাকি রাজ্যের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছি। মান্নান সাহেবের পা ধরে কংগ্রেসে ঢুকেছিলেন। সব দলই ঘুরে নিয়েছেন। বাকি আছে বিজেপি। হয়তো কিছুদিনের মধ্যে আপনারা সেটাও দেখতে পাবেন। পরের লোকসভায় মুর্শিদাবাদকে অধীর মুক্ত করবই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!