এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাজ হলো না মুখ্যমন্ত্রীর আবেদনেও , বিক্ষোভের আঁচ এসে পড়লো অভিষেকের উপরেও

কাজ হলো না মুখ্যমন্ত্রীর আবেদনেও , বিক্ষোভের আঁচ এসে পড়লো অভিষেকের উপরেও


জল, বিদ্যুতের দাবিতে বারাকপুরের দেবপুকুরের কাছে পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার। এরপর পুলিশ বাহিনী যায় আর বিক্ষোভ সরিয়ে নিতে বলে। কিন্তু তা না করে বিক্ষোভ চালাতে থাকে সাধারণ মানুষ এর পরে পরিস্থিতি নিয়্ন্ত্রণ করতে না পারায় রাফ নামানো হয়। সেই গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ পুলিশের আর এরপর স্থানীয়দের সাথে বাঁধে পুলিশের খণ্ডযুদ্ধ। তুলে দেওয়া হয় অবরোধ।পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ।

এদিকে চারিদিকেই পরিস্থিতি প্রায় একই রকম। জল বিদ্যুৎ মিলছে না , মিলছে না স্বাভাবিক পরিষেবাও। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে, ‘আমার বাড়িতেও লাইন ( বিদ্যুত্‍ সংযোগ) নেই। ভূতের মতো আছি।’ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ একটু ধৈর্য ধরুন, বিদ্যুত্‍ পরিষেবা মিলবে । অযথা বিক্ষোভ না করে বিদ্যুত্‍ কর্মীদের কাজ করতে দিন। আমি আর ববি তিন চারদিন ঘুমাইনি’।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু না মমতার আবেদনেও কাজ হল না। ঠাকুরপুকুর-সহ একাধিক এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ হয়। কাকদ্বীপে এই নিয়ে প্রশাসনিক বৈঠক হয় আর সেখানেই যোগ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিক্ষোভের জেরে কাকদ্বীপ যেতে না পেরে ফিরে গেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।ঠাকুরপুকুর-সহ একাধিক এলাকায় টানা রাস্তা অবরোধের জেরে আটকে পড়ল তাঁর গাড়ি। বাধ্য হয়েই মাঝপথ থেকে ফিরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান ,” ‘অভিষেক আসতে পারেনি। ওর গাড়ি আটকে গিয়েছিল বিক্ষোভে। রাস্তা অবরোধ হচ্ছিল, ও জানাল। আমিই ওকে বললাম ফিরে যেতে। তবে ওর এলাকায় কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানিয়েছে।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!