এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের আগে মাস্টারস্ট্রোক? অসহায় আদিবাসী যুবক-যুবতীদের দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন মুখ্যমন্ত্রী

ভোটের আগে মাস্টারস্ট্রোক? অসহায় আদিবাসী যুবক-যুবতীদের দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গে আদিবাসীদের মন পেতে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের শাসক দল তৃণমূল। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামীকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গণবিবাহের অনুষ্ঠান করা হচ্ছে আদিবাসী যুবক যুবতীদের জন্য। এর মূল দায়িত্বে রয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। আলিপুরদুয়ার জেলার সাতটি থানার চা বাগানগুলো থেকে ৩৫০ জোড়া আদিবাসী যুবক-যুবতীকে আগামীকাল গণবিবাহতে যোগদান করানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভাবি দম্পতিদের বিবাহ দেয়া হবে আগামীকাল। তাদের হাতে বিয়ের সামগ্রী তুলে দেবে রাজ্য সরকার।

আগামীকাল ফালাকাটার মিল রোডের ময়দানে গণবিবাহের এই অনুষ্ঠান হতে চলেছে। যেখানে উপস্থিত থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার সকালের দিকেই ভাবি দম্পতিদের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হবে। দেয়া হবে বিবাহ। বিয়ের পর তাদের পৌঁছে দেয়া হবে বাড়িতে। সমস্ত কিছুর দায়িত্বে আছে জেলা পুলিশ। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিবাহ দেবেন। এর পরদিন অর্থাৎ বুধবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার তৃণমূল কর্মীদের সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রীর বৈঠক। গণ বিবাহের অনুষ্ঠান যাতে সকলেই উপভোগ করতে পারেন, সেজন্য জয়েন্ট স্কিনের ব্যবস্থা করছে প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গন বিবাহ সম্পর্কে জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি জানালেন যে, আগামীকাল গণবিবাহের অনুষ্ঠানে ফালাকাটায় আসছেন মুখ্যমন্ত্রী। এ জন্য পাত্র পাত্রী নির্বাচন থেকে আরম্ভ করে বিয়ের সমস্ত আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান থেকে অসহায় আদিবাসী যুবক যুবতীদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে ফালাকাটার ভিডিও সুপ্রতীক মজুমদার জানালেন যে, ফালাকাটার এই গণবিবাহের অনুষ্ঠান যাতে সাধারণ মানুষ সরাসরি দেখতে পারেন, সেজন্য চারটি বড় মাপের স্ক্রিন বসানো হবে।

প্রসঙ্গত, আলিপুরদুয়ার জেলায় রয়েছে ৬২ টি চা বাগান। কাল জয়গাঁ থানা বাদ দিয়ে বাকি জেলার সাতটি থানা এলাকার চা বাগান গুলি থেকে পুলিশ, সিভিক ভলেন্টিয়াররা ভাবি দম্পতিদের শনাক্ত করার কাজ শুরু করে দিয়েছে। যার মধ্যে কুমারগ্রাম কালচিনি থানা এলাকার চা বাগান থেকে সর্বাধিক পরিমাণে ভাবি দম্পতিরা আসতে চলেছে। কুমারগ্রাম, কালচিনি থানা এলাকার চা বাগান থেকে আসতে চলেছে যথাক্রমে ৫০ জোড়া ও ৬০ জোড়া ভাবি দম্পতি।

আবার শামুকতলা, মাদারিহাট, বীরপাড়া থানা এলাকার চা বাগানগুলো থেকে ৩০ জোড়া করে মোট ৯০ জোড়া ভাবি দম্পতি যোগদান করবেন। জেলার আরও একাধিক চা বাগান থেকে গণবিবাহে যোগদান করবেন একাধিক অসহায় ভাবি দম্পতি। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বিশেষ উদ্যোগ নিয়ে আদিবাসীদের মন জয় করে আগামী বিধানসভা নির্বাচনে একটা বড়সড় মাস্টার স্ট্রোক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই একাধিক বিশ্লেষকের মতামত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!