ছিল রেলের মাল সাপ্লায়ার হয়ে গেল রেলমন্ত্রী, মুকুল রায়কে পাল্টা দিলেন শিক্ষামন্ত্রী বিশেষ খবর রাজ্য November 25, 2017 আজ সকালে বিজেপির রাজ্য সদর দপ্তরে বসে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আক্রমন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। আজ ক্যানিংয়ে এক দলীয় সভায় নাম না করে মুকুল রায়ের সম্পর্কে বলেন, ১. বিজেপিকে বলছি ভাল কোচ দেখুন ২. এ কোচ কোনওদিন মাঠেই নামেননি ৩. কুৎসা করে লাভ হবে না ৪. ভোটেই দাঁড়াননি, পাড়ার মোড় থেকে রেলমন্ত্রী বানিয়েছি, দলের প্রধান করেছি ৫. আমাদের দলে থেকে সব ভোগ করলেন, আর আমাদেরই লাথ মারলেন ৬. পাড়ার মোড় থেকে জাহাজমন্ত্রী বানিয়েছি ৭. ছিল রেলের মাল সাপ্লায়ার হয়ে গেল রেলমন্ত্রী আপনার মতামত জানান -