মুখ্যমন্ত্রীর নাক কাটা প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ-রূপা জাতীয় বিশেষ খবর রাজ্য November 25, 2017 মুক্তি নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝেই পদ্মাবতী ছবির কলাকুশলী ও পরিচালককে রাজ্যে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি ছবি প্রদর্শনের সমস্ত বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাসও দেন। আর সেই প্রসঙ্গে হরিয়ানার বিতর্কিত বিজেপি নেতা সুরজ পাল আমু হুমকি দেন, শয়তানের মতো আচরণ করলে কোনও মহিলার পরিণতি সুর্পণখার মতো হবে, এটা মনে রাখা উচিত মমতার। যা সামনে আসার পর দেশজোড়া নিন্দার ঝড় ওঠে। আজ উলুবেড়িয়ায় দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যসভার সংসদ রূপা গাঙ্গুলী। রূপা গাঙ্গুলী বলেন, এটা অত্যন্ত নিন্দাজনক, সমর্থন করছি না। তবে পদ্মাবতী নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও ভুল। দুটো ভুল কখনও ঠিক হতে পারে? অন্যদিকে দিলীপবাবুর বক্তব্য, আমি জানি না কোন ধরনের রাজনীতি, কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়, কোনও মহিলাকে এমনটা বলাও শোভনীয় নয়। আপনার মতামত জানান -