লোকসভা ভোটে মানুষের কাছে হারবেন নরেন্দ্র মোদী জাতীয় বিশেষ খবর November 25, 2017 লোকসভা ভোটের এখনো বছর দেড়েক বাকি, কিন্তু উত্তেজনার পারদটা ধীরে ধীরে উঠতে শুরু করেছে। আগামী নির্বাচনে লড়াইটা মূলত হতে চলেছে বিজেপি বনাম অন্য সব বিরোধী দল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তার জন্য বৃহত্তর বিজেপি বিরোধী জোটের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন বিরোধী নেতানেত্রীরা। এই প্রসঙ্গে বলতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালের অবশ্য অন্যরকম দাবি করলেন। কেজরিওয়ালকে সংবাদিকরা প্রশ্ন করেন, লোকসভা ভোটে কোন দলের সঙ্গে সম্ভাব্য জোট করবে আম আদমি পার্টি বা কারা কারা বৃহত্তর জোট গড়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ করবে? জবাবে কেজরিওয়াল দাবি করেন, আগামী লোকসভা ভোটে কোনও রাজনৈতিক দলের সঙ্গে নয়, নরেন্দ্র মোদীর লড়াই হবে মানুষের সঙ্গে আর মানুষের কাছে হারবেন মোদী। জিএসটি, নোট বাতিল নিয়ে সাধারণ মানুষ সমস্যায়, অনেকের দোকান বন্ধ হয়ে গিয়েছে, অনেকে কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন। আর এসবের জবাব মোদী আগামী লোকসভায় পাবেন। আপনার মতামত জানান -