এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > বড়সড় সুখবর! চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা ফেরত পাঠানো শুরু হল!

বড়সড় সুখবর! চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা ফেরত পাঠানো শুরু হল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে পিনকন চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হলো। গত মঙ্গলবার তমলুকের দায়রা আদালত পিনকন চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিল। যার কাজ শুরু হল বৃহস্পতিবার। এদিন তমলুকের এসবিআই ব্যাঙ্ক এই চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫ জন আমানতকারীর ব্যাঙ্ক একাউন্টে পাঠালো ৪৪০০ টাকা।

পূর্ব মেদিনীপুরের তমলুকের তৃতীয় ও অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক মৌ চট্টোপাধ্যায় গত মঙ্গলবার এক বিশেষ নির্দেশ জারি করে পিনকন চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের ব্যাংক একাউন্টে টাকা ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে গত বুধবার বার কাউন্সিলের এক সদস্যের মৃত্যুতে বাধাপ্রাপ্ত হয় এই কাজ। গত বৃহস্পতিবার পিনকন চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে তাদের নামের তালিকা ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়েছিল।

সেদিন চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যক্তির নামের তালিকা ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার গৃহীত হয়। এই মামলায় আদালতের হস্তক্ষেপে কোর্টের বেঞ্চ ক্লার্ক ও অ্যাকাউন্ট্যান্টের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। যে একাউন্টে ৮ লক্ষ ৬৬ হাজার টাকা জমা পড়ে। সেদিন সেই অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত পাঠানোর কাজ শুরু করা হলো। গত বৃহস্পতিবার পিনকন চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫ আমানতকারীর মধ্যে ৩ জনকে ১০০০ টাকা করে, একজনকে ৯০০ টাকা ও অপর একজনকে ৫০০ টাকা দেওয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার গত বৃহস্পতিবার পিনকন চিটফান্ড মামলার রায় দানকারী বিচারক মৌ চট্টোপাধ্যায়কে তমলুক থেকে বদলি করা হলো মালদহে। তিনি মালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক হিসেবে যোগ দিতে চলেছেন। এজন্য তমলুকের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক আশিস গুপ্তকে তাঁর কাজের দায়িত্বভার হস্তান্তর করা হলো। অন্য দিকে পিনকন চিটফান্ড কাণ্ড প্রসঙ্গে আর্থিক অপরাধ দমন শাখার নিযুক্ত স্পেশাল পিপি সৌমেনকুমার দত্ত জানিয়েছেন যে, এই মামলায় তদন্তের জন্য তাঁকে নিযুক্ত করা হয়েছিল। মামলার রায় বেরোনোর পর তাঁর কাজ শেষ হয়ে গেছে। এই অবস্থার পরবর্তী ধাপ হিসেবে আমানতকারীদের টাকা ফেরত পাঠানোর কাজটি শুরু করতে পেরে তিনি যথেষ্টই আনন্দিত।

পিনকন চিটফান্ড কাণ্ডে আদালতের এই ইতিবাচক রায়ের ফলে রাজ্যের বিভিন্ন চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীরা আশার আলো দেখতে পেলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!